বিহারে নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনের সাথে নয়টি বিরোধী দলের সভায় সিদ্ধান্ত - সীতারাম ইয়েচুরি

সিপিআই(এম), সিপিআই, সিপিআই(এম-এল), আরজেডি এবং কংগ্রেস সহ নটি বিরোধী দল একসাথে ভার্চুয়াল মাধ্যমে ভারতের নির্বাচন কমিশনের সাথে আজ বিহারে নির্বাচন উপলক্ষে আয়োজিত সভায় যোগ দেয় এবং সভায় সিদ্ধান্ত নেওয়া হয়ঃ

ক) বিহারে আসন্ন নির্বাচনে কমিশন তাদের নিজস্ব কর্মকাণ্ড এবং প্রচারের কাজ এমনভাবেই জারী রাখবে যাতে এই নির্বাচনে ভোটারদের অংশগ্রহন সর্বোচ্চ হওয়া নিশ্চিত করা যায়।

খ) এই নির্বাচনকে সর্বতোভাবে বিধিসম্মত এবং ন্যায্য রাখার দায় স্বীকার করতে হবে।

গ) নির্বাচনী পরিবেশ সব দলের প্রতিনিধির জন্যেই সমান সুযোগের উপযুক্ত হতে হবে।

ঘ) ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারের ক্ষেত্রেও ব্যায়ের ঊর্ধ্বসীমার আইন প্রযোজ্য হবে এবং

ঙ) নির্বাচনে সাম্প্রদায়িক কিংবা সামাজিক বিভাজনের রাজনীতি করা হলে সেই অপরাধ দন্ডনীয় হিসাবে বিবেচিত হবে।


শেয়ার করুন

উত্তর দিন