Logo oF Communism

৮ ডিসেম্বরের বনধে সমর্থন জানিয়ে বামেদের প্রেস বিবৃতি

তারিখঃ শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), ভারতের কমিউনিস্ট পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী – লেনিনবাদী), রেভ্যুলশনারি সোশ্যালিস্ট পার্টি এবং সারা ভারত ফরোয়ার্ড ব্লক একযোগে নিম্নিলিখিত প্রেস বিবৃতি জারী করেছেঃ

কৃষক সংগঠনগুলির আহ্বানে আগামী ৮ ডিসেম্বরের বনধ সমর্থন করছে বামেরা

নয়া কৃষি আইনের বিরুদ্ধে সারা দেশজূড়ে কৃষক সংগঠনগুলির পক্ষ থেকে যে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন চলছে তার প্রতি বামেরা নিজেদের সংহতি এবং সমর্থন জানাচ্ছে।

কৃষক সংগঠনগুলি আগামী ৮ ডিসেম্বর যে ভারত বনধের ডাক দিয়েছে তার প্রতি সমর্থন জানাচ্ছে বামেরা।

দেশের কৃষিক্ষেত্র এবং খাদ্য নিরাপত্তা রক্ষার স্বার্থে দেশের অন্নদাতারা যে সংগ্রাম করছে তার বিরুদ্ধে আরএসএস / বিজেপি’র পক্ষ থেকে যেভাবে মিথ্যা অভিযোগ তুলে প্রচার চালাচ্ছে বামেরা তার তীব্র নিন্দা করছে ।

কৃষক সংগঠনগুলির পক্ষ থেকে তিনটি কৃষি আইনসহ নয়া বিদ্যুৎ আইন - ২০২০ খারিজ করার দাবিকে বামেরা সমর্থন করে।

কৃষকদের সংকটে তাদের পাশে দাঁড়াতে ইচ্ছুক সকল রাজনৈতিক দলগুলির কাছে বামেরা আহ্বান জানাচ্ছে যাতে তারা উল্লিখিত আইনগুলির বাতিল করার দাবীর প্রতি নিজেদের সমর্থন জ্ঞাপন করে ৮ ডিসেম্বরের বনধ সফল করতে সহযোগিতা করতে এগিয়ে আসুক।

সাক্ষর

সীতারাম ইয়েচুরি, সাধারন সম্পাদক, সিপিআই(এম)

ডি রাজা, সাধারন সম্পাদক, সিপিআই

দীপঙ্কর ভট্টাচার্য, সাধারন সম্পাদক, সিপিআই(এম-এল)

দেবব্রত বিশ্বাস, সাধারন সম্পাদক, এ আই এফ বি

মনোজ ভট্টাচার্য, সাধারন সম্পাদক, আর এস পি
শেয়ার করুন

উত্তর দিন