PB Statement

ব্যক্তিগত তথ্য ফাঁস সম্পর্কে অনুসন্ধান করতে হবে

১২জুন,সোমবার,২০২৩

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:

একটি ব্যাপক তথ্য ফাঁসের চিন্তাজনক প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে; আধার কার্ড ইত্যাদি সহ ভারতীয়দের ব্যক্তিগত তথ্য CoWin পোর্টাল থেকে ফাঁস হয়েছে। এই পোর্টালে ভারতীয়রা তাদের ব্যক্তিগত বিবরণ সহ টিকা দেওয়ার জন্য নথীভুক্ত হয়েছেন। এটি অত্যন্ত উদ্বেগজনক এবং গোপনীয়তার অধিকারের লঙ্ঘন যা সুপ্রিম কোর্ট সমস্ত ভারতীয়দের মৌলিক অধিকার হিসাবে ঘোষণা করেছে।

২০২১ সালের জুন মাসে স্বাস্থ্য মন্ত্রক একইধরণের একটি অভিযোগ অস্বীকার করেছিল, কিন্তু তবুও তারা ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের (MEITY) অধীনস্থ হ্যাকিং প্রতিরোধী গ্রুপ, কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমকে CoWin ব্যবস্থা থেকে আশঙ্কিত তথ্য ফাঁসের তদন্তের নির্দেশ দিয়েছিল। এই তদন্তের বিশদ বিবরণ এখনও জনসমক্ষে প্রকাশ করা হয়নি।

ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)-এর পলিট ব্যুরো গোটা ঘটনার একটি বিস্তারিত তদন্তের দাবি করে এবং একই সাথে দাবি করে ভারতীয়দের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তায় এই ধরনের একটি উদ্বেগজনক লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে হবে এবং পরবর্তীতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।


শেয়ার করুন

উত্তর দিন