Delhi Police

অমানবিক আচরণ দিল্লী পুলিশের - পলিট ব্যুরোর বিবৃতি

কৃষকদের প্রতিবাদ অবরুদ্ধ করতে দিল্লী পুলিশের অমানবিক আচরণ

কৃষক আন্দোলনে পুলিশের ব্যবহার

তারিখঃ বুধবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারী করেছেঃ

কৃষকদের প্রতিবাদ অবরুদ্ধ করতে দিল্লী পুলিশের অমানবিক কৌশল প্রত্যাহার করতে হবে

আন্দোলনকারীদের খাবার, জল আটকে দিয়েছে দিল্লী পুলিশ

কৃষি আইন বাতিলের দাবীতে আন্দোলনরত কৃষকদের অভূতপূর্ব সাহসী লড়াইয়ের প্রতি সমর্থনে নিকটবর্তী রাজ্যগুলি থেকে সাহায্য হিসাবে পাঠানো জল, খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী আটকে দিয়ে আন্দোলনকে স্তব্ধ করার যে অমানবিক কৌশল দিল্লী পুলিশ নিয়েছে তাকে তীব্র ধিক্কার জানাচ্ছে সিপিআই(এম)-এর পলিট ব্যুরো।  

দিল্লী জল বোর্ডের এই ট্যাঙ্কারগুলিই আটকে রেখেছে দিল্লী পুলিশ

রাজ্য সরকারের অধীনস্থ কর্পোরেশনের নিজস্ব জল বোর্ডের তরফে আন্দোলনরত কৃষকদের উদ্দেশ্যে জলের ট্যাঙ্কার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল দিল্লীর সরকার, সেই ট্যাঙ্কারগুলিকেও আটকে দেওয়া হয়েছে। কোভিড অতিমারির সময়ে শৌচালয় এবং অন্যান্য প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষাক্ষেত্রের পরিচ্ছন্নতা অতি জরুরী বিষয় বলে দিল্লী সরকারের তরফে আন্দোলনকারীদের জন্য গুরু তেগ বাহাদুর স্মারক এলাকায় সংশ্লিষ্ট বন্দোবস্ত করা হয়েছিল – পুলিশ জবরদস্তি সেই এলাকা খালি করিয়ে দেয়। নির্বাচিত রাজ্যসরকারের অন্তর্গত একটি আইনানুগ সংস্থাকে এভাবে নিজের দায়িত্ব পালনে বাধা দেওয়া বেআইনি কাজ।

কৃষকদের প্রতিবাদ আন্দোলনকে উৎখাত করতে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লী পুলিশ কৃষকদের অভুক্ত রাখার উদ্দেশ্যেই এমন অমানবিক আচরণ করছে। কৃষকদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এমন জঘন্য আচরণ করলেও সরকার কিছুতেই তাদের প্রতিবাদের কণ্ঠরোধ করতে পারবে না। তাদের এই দৃঢ় এবং অকুতোভয় মনোভাবে উদ্বুদ্ধ হয়ে আন্দোলনের ময়দানে শক্তিবৃদ্ধি করতে প্রতিদিন আরও অনেক কৃষকের সমাগম হচ্ছে।

কৃষকদের আন্দোলনকে উৎখাত করতে কেন্দ্রীয় সরকারের যাবতীয় অমানবিক এবং দানবীয় কৌশল অবিলম্বে প্রত্যাহার করার দাবী জানাচ্ছে সিপিআই(এম)-র পলিট ব্যুরো। পানীয় জল, খাবার, শৌচালয়ের সুযোগসুবিধা সহ প্রয়োজনীয় সামগ্রী আটকে রাখতে পারেনা দিল্লী পুলিশ। আন্দোলন অবরুদ্ধ করতে এধরণের অমানবিক আচরণ বন্ধ করতে অবিলম্বে কেন্দ্রীয় সরকারের তরফে দিল্লী পুলিশকে যথাযথ নির্দেশ দিতে হবে।


শেয়ার করুন

উত্তর দিন