PB Statement

ক্ষমতার সাংবিধানিক পৃথকীকরণ বাস্তবায়িত করতে হবে

সোমবার, ১১ জুলাই, ২০২২

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরোর বিবৃতি

বিচক্ষণতা, সতর্কতার সঙ্গে সাংবিধানিকভাবে ক্ষমতার বিভাজন কার্যকর করতে হবে।

প্রধানমন্ত্রীর নতুন সংসদ ভবনের উপরে জাতীয় প্রতীক উন্মোচন ভারতীয় সংবিধানের স্পষ্ট লঙ্ঘন। সংবিধান দ্ব্যর্থহীনভাবে আমাদের গণতন্ত্রের তিনটি শাখাকে পৃথক করেছে— নির্বাহী বিভাগ (সরকার), আইনসভা (সংসদ ও বিধানসভা) এবং বিচার বিভাগ। রাষ্ট্রপতি সংসদের অধিবেশন ডাকেন। প্রধানমন্ত্রী হলেন নির্বাহী বিভাগের প্রধান। আইন প্রণয়ন, নির্বাহীকে দায়বদ্ধ হতে ও জবাবদিহি করতে  আইনসভার স্বাধীন ভূমিকা রয়েছে। তিনটি শাখার মধ্যে ক্ষমতার এই সাংবিধানিক বিভাজন কার্যনির্বাহীর প্রধান দ্বারা বিকৃত করা হচ্ছে।

উপরন্তু, প্রধানমন্ত্রী এ উপলক্ষে পূজা অর্চনা করেন।ভারতের সংবিধান সমস্ত ভারতীয়কে তাদের বিশ্বাসের পালন ও প্রচার করার অধিকার এবং নিশ্চয়তা দেয়।এটি একটি অবিচ্ছেদ্য অধিকার। একই সাথে, ভারতের সংবিধান স্পষ্টভাবে উল্লেখ করে যে রাষ্ট্র কোনও বিশ্বাস/ধর্ম পালন বা অনুশীলন করবে না।

সিপিআই(এম) পলিট ব্যুরো প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারকে বিচক্ষণতার সঙ্গে ভারতের সংবিধান রক্ষা ও সমুন্নত রাখার দায়িত্ব গ্রহণ করার সময় তারা যে গৌরবময় শপথ গ্রহণ করেছে তা কঠোরভাবে বাস্তবায়িত করার আহ্বান জানাচ্ছে।


শেয়ার করুন

উত্তর দিন