মানুষ খুন করে মানুষের লড়াইকে স্তব্ধ করা যাবে না

১৫ জুন,২০২৩ (বৃহস্পতি বার)

ওয়েবডেস্ক প্রতিবেদন : উত্তর দিনাজপুরের চোপড়াতে মনোনয়ন দাখিলের সময় বাম-কংগ্রেস মিছিলে তৃনমূলের দুষ্কৃতীদের গুলি, বোমাবাজি । প্রাথমিক খবরে নিহত ২, আহত কমপক্ষে ২০ জন। অকর্মণ্য পুলিশ প্রশাসন। অপদার্থ রাজ্য নির্বাচন কমিশন। পার্টির সম্পাদক কমরেড, মহম্মদ সেলিম বলেছেন, চোপড়ায় মনোনয়ন দিতে যাবার পথে বাম-কংগ্রেস এর মিছিলের ওপর একদিকে তৃনমূল গুণ্ডাদের এলোপাথাড়ি গুলি বর্ষণ ও অন্যদিক থেকে পুলিশের কাঁদানে গ্যাস ছুঁড়ে আমাদের কর্মীদের নিহত ও আহত করার বিরুদ্ধে সর্বত্র প্রতিবাদ ধ্বনিত হোক। কলকাতা সহ রাজ্যজুড়ে নির্বাচন কমিশনের অপদার্থতা ও পুলিশ প্রশাসনের একাংশের দলদাসের ভূমিকার বিরুদ্ধে লড়াকু কমরেডদের প্রতি কুর্নিশ জানিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করতে হবে।

অন্যদিকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর নেতৃত্বে প্রতিবাদ জানাতে, অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পঞ্চায়েত নির্বাচনের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনারের দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ হবে সময় বিকাল ৫ টা।

পঞ্চায়েত নির্বাচন এর নমিনেশনের আজ শেষদিন। প্রথমদিন থেকে পঞ্চায়েত নির্বাচনের নমিনেশন জমা নেবার ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ নির্বাচন কমিশন। মানুষের উপর আক্রমন যত বাড়াবে শাসক দল, সাধারণ মানুষের জেদ ততই বাড়বে।


শেয়ার করুন

উত্তর দিন