বাম নেতৃত্বরা আজ পৌঁছে গেলেন,হাতরসে নির্যাতিতার পরিবারের পাশে.....

৬ অক্টোবর ২০২০
ওয়েবডেস্কের প্রতিবেদন :


কেন্দ্রীয় বামপ্রতিনিধি দল আজ হাথরসে নির্যাতিতার পরিবারের সাথে দেখা করেন ও পরিবারের মানুষের সাথে প্রায় ৪৫ মিনিট কথা বলে সমগ্র ঘটনা শুনে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। দোষীদের শাস্তির দাবিতে বামপন্থীদের লড়াই জারি থাকবে সেই আশ্বাস ও দেন।

সিপিআই(এম) এবং সিপিআই নেতৃত্ব হাথরসে ভুলাগরি গ্রামে যান। প্রতিনিধি দলে ছিলেন :সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি , বৃন্দা কারাত , উত্তর প্রদেশের সিপিআই(এম) রাজ্য কমিটির সম্পাদক হীরালাল যাদব , সিপিআই নেতা ডি রাজা, অমরজিৎ কাউর , উত্তর প্রদেশ সিপিআই পার্টির রাজ্য সম্পাদক গিরিশ শর্মা।

নির্যাতিতার মা ও পরিবারের সাথে বৃন্দা কারাত


সীতারাম ইয়েচুরি বলেন, "এই সামগ্রিক ঘটনা দেশের সংবিধান প্রদত্ত নাগরিক অধিকার রক্ষার প্রশ্নকে চ্যালেঞ্জ করে। সহানুভূতি দেখানো শুধু প্রাসঙ্গিক না, সহমর্মিতা। এবং লড়াই। লড়াইটা ন্যায় ছিনিয়ে আনার।"

বৃন্দা কারাত বলেন, পরিবারের সদস্যরা আমাদের বলেছেন তাঁরা নিরাপত্তা হীন বোধ করছেন। এমন পরিবেশ তৈরি হয়েছে যেখানে তারা সুরক্ষিত নন। সিবিআই তদন্ত সম্পর্কে তাঁদের ও আমাদের ও আপত্তি আছে। আমরা চাই আদালতে তত্ত্বাবধানে তদন্ত হোক।


শেয়ার করুন

উত্তর দিন