PB Statement

জ্ঞানবাপি মসজিদে খনন সম্পর্কে নিম্ন আদালতের রায় খারিজ করতে হবে - পলিট ব্যুরোর দাবী

তারিখঃ শুক্রবার, ৯ এপ্রিল - ২০২১

জ্ঞানবাপি মসজিদ - কোর্টের নির্দেশে আইনের লঙ্ঘন হয়েছে

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিটব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারী করেছেঃ

সম্প্রতি বারানসীর সিভিল কোর্ট আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে জ্ঞানবাপি মসজিদের তলায় কোনওসময় মন্দির ছিল কিনা সেই সংক্রান্ত খননকার্য চালানোর নির্দেশ দিয়েছে। এই নির্দেশে সংশ্লিষ্ট আইন লঙ্ঘিত হয়েছে।  

ধর্মস্থান সম্পর্কিত (বিশেষ বিধান) আইনে স্পষ্ট উল্লেখ রয়েছে দেশের সমস্ত ধর্মীয় উপাসনাস্থলে স্থিতাবস্থা বজায় থাকবে।

অবিলম্বে উচ্চ ন্যায়ালয়ের এই ক্ষেত্রে হস্তক্ষেপ করে নিম্ন আদালতের নির্দেশকে খারিজ করা উচিত।


শেয়ার করুন

উত্তর দিন