PB Statement

পশ্চিমবঙ্গের জনগণকে তাদের সাহসী প্রতিরোধের জন্য অভিনন্দন

তারিখ:১১ জুলাই,মঙ্গলবার,২০২৩

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর পলিট ব্যুরো পশ্চিমবঙ্গের জনগণ, বামফ্রন্ট এবং অন্যান্য গণতান্ত্রিক শক্তিকে অভিনন্দন জানায় যারা রাজ্য জুড়ে ৮ জুলাই-এর পঞ্চায়েত নির্বাচনের সময় টিএমসি'র নেতৃত্বে সংঘটিত অভূতপূর্ব হিংসা এবং রাজ্য প্রশাসন এবং রাজ্য নির্বাচন কমিশনের দ্বারা গৃহীত ঘৃণ্য পক্ষপাতমূলক দলদাসের ভূমিকার বিরুদ্ধে লড়াই করার জন্য চরম সাহস এবং দৃঢ়তা দেখিয়েছেন। নির্বাচনী লড়াইয়ে ৬০ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে।

এই হিংসার লক্ষ্য ছিল প্রধানত একটি অবাধ ও নিরপেক্ষ ভোটে তাদের পছন্দের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের থেকে জনগণকে বিরত করা।মনোনয়নপত্র দাখিল ঠেকানো, জোর করে মনোনয়ন প্রত্যাহার করানো, স্ক্রুটিনি প্রক্রিয়ায় কারচুপি এবং ভোটের দিন সন্ত্রাস ছড়ানো - নির্বাচনের সব পর্যায়েই ভয়াবহ সন্ত্রাসের পরিবেশ ছিল।কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন তো দূরের কথা, গণনা কেন্দ্রগুলিতে ছিল না পর্যাপ্ত নিরাপত্তারক্ষী। ফলে গণনার দিনেও অশান্তি ও আতঙ্কের পরিবেশ অব্যাহত ছিল।গণনা কেন্দ্র থেকে বিরোধী গণনা এজেন্টদের তাড়িয়ে দেওয়া, ব্যালট বাক্স ভেঙ্গে ফেলা এবং বিরোধীদের পক্ষে বিশেষত বাম ও তার সহযোগীদের পক্ষে স্ট্যাম্প লাগানো ব্যালট পেপার ফেলে দেওয়ার ঘটনা, বিধায়ক এবং অন্যান্য অননুমোদিত লোকেদের দ্বারা জয়ী প্রার্থীদের জারি করা শংসাপত্র জোর করে কেড়ে নেওয়ার ব্যাপক উদাহরণ রয়েছে। গণনা কেন্দ্রে বিপুল সংখ্যক টিএমসি গুন্ডাদের নেতৃত্ব দিয়েছে এইসব লোকেরা।

ক্ষমতাসীন দল এবং প্রশাসনের দ্বারা বিরোধীদের টার্গেট করা বাম, কংগ্রেস এবং অন্যান্য জোটসঙ্গীদের বিরুদ্ধে কেন্দ্রীভূত হয়েছিল, যেখানে বিজেপির জন্য অনেকটাই সংযত,নরম মনোভাব দেখানো হয়েছিল। এটা স্পষ্ট হয়ে উঠেছে যে বাম, কংগ্রেস এবং অন্যান্য বিজেপি-বিরোধী, তৃণমূল-বিরোধী শক্তিগুলিই শাসক ব্যবস্থার এই গুণ্ডামিকে সামনাসামনি মোকাবিলা করেছে।

পলিট ব্যুরো বিশেষ করে বাম এবং অন্যান্য ধর্মনিরপেক্ষ সঙ্গীদের বিপুল সংখ্যক প্রার্থীর বিজয় নিশ্চিত করার জন্য জনগণকে অভিনন্দন জানায়।জনগণের এই প্রতিরোধ পশ্চিমবঙ্গের গণতন্ত্র, ঐক্য ও শান্তির সংগ্রামের নতুন একটা বৈশিষ্ট্য।


শেয়ার করুন

উত্তর দিন