left front

সংযুক্ত মোর্চার প্রথম ও দ্বিতীয় দফায় বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশিত হল...

২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম দুটি পর্বের জন্য সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশ করা হল। প্রথম ও দ্বিতীয় দফা(২৭ মার্চ ও ১ এপ্রিল ২০২১)

দিকে দিকে সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করুন।

ক) প্রথম দফার নির্বাচনে প্রার্থী তালিকা (বামফ্রন্ট প্রার্থী) - নির্বাচনের তারিখঃ ২৬ মার্চ

ক্রমবিধানসভা কেন্দ্রপ্রার্থীদল
২১৩ - কাঁথি উত্তরসুতনু মাইতিCPI(M)
২১৫ - খেজুরি (তফঃ)হিমাংশু দাস CPI(M)
২১৬ - কাঁথি দক্ষিণঅনুরূপ পান্ডা CPI
২১৯ - দাঁতনশিশির পাত্র CPI
২২০ - নয়াগ্রাম (তফঃ উপঃ) হরিপদ সোরেন CPI(M)
২২১ - গোপিবল্লভপুরপ্রশান্ত দাস CPI(M)
২২২- ঝাড়গ্রামমধুজা সেন রায় CPI(M)
২২৩ - কেশিয়াড়ি (তফঃ উপঃ) ডাঃ পুলিন বিহারী বাস্কে CPI(M)
২২৮ - খড়গপুরশেখ সাদ্দাম আলি CPI(M)
১০২৩৩ - গড়বেতাতপন ঘোষ CPI(M)
১১২৩৪ - শালবনীসুশান্ত ঘোষ CPI(M)
১২২৩৬ - মেদিনীপুরতরুণ কুমার ঘোষ CPI
১৩২৩৭ - বীনপুর (তফঃ উপঃ) দিবাকর হাঁসদা CPI(M)
১৪২৩৮ - বান্দোয়ান (তফঃ উপঃ) সুশান্ত বেসরা CPI(M)
১৫২৪১ - জয়পুরধীরেন মাহাতোFB
১৬২৪৩ - মানবাজার (তফঃ উপঃ) যামিনীকান্ত মান্ডি CPI(M)
১৭২৪৫ - পারা (তফঃ) স্বপন বাউরি CPI(M)
১৮২৪৮ - ছাতনাফাল্গুনী মুখার্জীRSP
১৯২৪৯ - রানীবাঁধ (তফঃ উপঃ) দেবলীনা হেম্বরম CPI(M)

৫ মার্চ বাম, কংগ্রেস, আইএসএফ - সংযুক্ত মোর্চার ঘোষিত তালিকা (১ম দফার নির্বাচন)

খ) দ্বিতীয় দফার নির্বাচনে প্রার্থী তালিকা (বামফ্রন্ট প্রার্থী) - নির্বাচনের তারিখঃ ১ এপ্রিল

ক্রম বিধানসভা কেন্দ্র প্রার্থী দল
১২৭ - গোসাবা (তফঃ) অনিল চন্দ্র মণ্ডলRSP
১৩২ - সাগরডাঃ শেখ মুকুলেশ্বর রহমানCPI(M)
২০৩ - তমলুকগৌতম পন্ডাCPI
২০৪ - পাঁশকূড়া পূর্বশেখ ইব্রাহিম আলি CPI(M)
২০৫ - পাঁশকূড়া পশ্চিমচিত্তদাস ঠাকুর CPI
২০৭ - নন্দকুমারকরুণাশংকর ভৌমিক CPI(M)
২০৯ - হলদিয়া (তফঃ) মণিকা কর পাইক CPI(M)
২১১ - চন্ডীপুরআশীষ গুচ্ছাইত CPI(M)
২২৫ - নারায়ণগড়তাপস সিনহা CPI(M)
১০২২৯ - ডেবরাপ্রাণকৃষ্ণ মন্ডল CPI(M)
১১ ২৩১ - ঘাটাল (তফঃ) কমল দলুই CPI(M)
১২২৩৫ - কেশপুর (তফঃ) রামেশ্বর দলুই CPI(M)
১৩২৫১ - তালডাংরামনোরঞ্জন পাত্র CPI(M)
১৪২৫৩ - বড়জোড়াসুজিত চক্রবর্তী CPI(M)
১৫ ২৫৪ - ওন্দা তারাপদ চক্রবর্তী FB
১৬ ২৫৭ - ইন্দাস (তফঃ) নয়ন শীল CPI(M)
১৭ ২৫৮ - সোনামুখী (তফঃ) অজিত রায় CPI(M)

৫ মার্চ বাম, কংগ্রেস, আইএসএফ - সংযুক্ত মোর্চার ঘোষিত তালিকা (২য় দফার নির্বাচন)

*হলদিয়া (তফ:) প্রার্থী : মণিকা কর পাইক


শেয়ার করুন

উত্তর দিন