সিপিআই(এম) পলিট ব্যুরোর বিবৃতি
দিল্লীতে রাজ্য সরকার পরিচালনা ও সরকারী দফতরের নিয়ন্ত্রণে নির্বাচিত সরকারের অধিকার প্রসঙ্গে সম্প্রতি সুপ্রিম কোর্ট পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ গঠন করে। পর্যালোচনা ও শুনানি শেষে সুপ্রিম কোর্টের রায়ে নির্বাচিত রাজ্য সরকারের অধিকারকেই সুরক্ষিত রাখার ঘোষণা হয়। সাংবিধানিক বেঞ্চের সেই রায়’কে নিষ্ক্রিয় রাখতে কেন্দ্রীয় সরকার বিশেষ অর্ডিন্যান্স জারী করেছে। অবিলম্বে সেই অর্ডিন্যান্সটি বাতিলের দাবী জানাচ্ছে পলিট ব্যুরো।
এহেন অর্ডিন্যান্সে শুধু যে আদালত অবমাননা ঘটছে তাই নয়, এমন আচরণে আমাদের দেশের সংবিধান স্বীকৃত যুক্তরাষ্ট্রীয় কাঠামোকেই সরাসরি আক্রমণ করা হয়। সংশ্লিষ্ট রায়ের ব্যখ্যা দিতে গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারের দায়বদ্ধতার কথা উল্লেখ করেছিল সুপ্রিম কোর্ট। অর্ডিন্যান্সের মাধ্যমে যেভাবে দেশের সর্বোচ্চ আদালতের রায় কার্যকর করতে অস্বীকার করছে মোদী সরকার, তাতেই এই সরকারের নির্লজ্জ, কর্তৃত্ববাদী চরিত্রটি স্পষ্ট হয়। অর্ডিন্যান্সের পক্ষে যুক্তি দিতে জাতীয় সুরক্ষাকে অজুহাত হিসাবে খাড়া করে সরকার আসলে সুপ্রিম কোর্টকেই অপমান করেছে। মনে রাখতে হবে সাংবিধানিক বেঞ্চের ঐ রায়ই দেশের স্বার্থে সঠিক পদক্ষেপ।
এই বিষয়টিকে শুধুমাত্র দিল্লীর নাগরিকবৃন্দের জন্য সংশ্লিষ্ট ঘটনা ভাবলে ভুল হবে, এই ঘটনা আমাদের দেশে যে সাংবিধানিক কাঠামোকে মর্যাদা দিয়ে কেন্দ্রীয় সরকার পরিচালিত হতে হয় তাকেই পায়ের তলায় মাড়িয়ে চলার মতো আচরণ। একে প্রতিহত করতেই হবে। এই অর্ডিন্যান্স বাতিলের দাবী জানাচ্ছে সিপিআই(এম)।