বিএসএফ-এর এখতিয়ার সম্প্রসারণ প্রত্যাহার করতে হবে
তারিখঃ শনিবার, ১৬ই অক্টোবর – ২০২১
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:
পূর্ববর্তী ১৫ কিলোমিটারের নিয়ম বদলে দেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এখতিয়ারকে পাঞ্জাব, পশ্চিমবঙ্গ এবং আসামের আন্তর্জাতিক সীমানার ভিতরদিকে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্তে কার্যত দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্যগুলির স্বীকৃত অধিকারের উপর হস্তক্ষেপ নীতি নিয়েছে কেন্দ্রীয় সরকার।
রাজ্যগুলির সঙ্গে কোনোরকম পরামর্শ না করেই কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় পুলিশ বাহিনীর এখতিয়ার বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে। পুলিশের কাজ এবং আইন-শৃঙ্খলা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্যগুলির আওতাধীন বিষয় এবং এহেন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সেই নীতিকেই লঙ্ঘন করা হয় যা দেশের সংবিধানের এক মৌলিক বৈশিষ্ট্য।
সিপিআই(এম) দাবি জানাচ্ছে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এর আওতাধীন অঞ্চলের সীমা বর্ধনের এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে।