Samik Lahiri
Tues Day ,24 March,2020
★মানুষকে অন্তরীণ থাকতেই হবে। কিন্তু এই প্রশ্নগুলোর সমাধানও করতে হবে।
★কেরালার সরকার ২০হাজার কোটির প্যাকেজ ঘোষণা করেছে, আর গোটা দেশের জন্য ১৫ হাজার কোটি?
★২১ দিন লকডাউন খুবই জরুরী, কিন্তু দৈনিক মজুরীর উপর নির্ভরশীল মানুষের কি হবে?
★কালোবাজারির মোকাবিলা কি হবে? মানুষ বেঁচে থাকার ন্যূনতম সামগ্রী কি ভাবে পাবে?
★খাবে কি দেশের মানুষ?
★ দেশের সাপ্লাই চেন কিভাবে রক্ষিত হবে?
মানুষ ডাক্তারের কাছে চিকিৎসা চায় সরকারের কাছে রুটি রুটি চিকিৎসার ব্যবস্থাপনা কি হচ্ছে সেটা জানতে চায়।
এসব কিছুই বললেন না প্রধানমন্ত্রী ! সরকারের কাজ কি শুধু উপদেশ দেওয়া ? গভীর সঙ্কটে নিমজ্জিত দেশবাসীকে গভীর উদ্বেগে ডুবিয়ে দিলেন প্রধানমন্ত্রী। দয়া করে কানাডা, চীন, স্পেন, ফ্রান্স, জার্মানি ইত্যাদি দেশের সরকারগুলির থেকে অভিজ্ঞতা নিন। এখন মানবিক মুখের দায়িত্বশীল দরদী প্রধানমন্ত্রী হতে হবে আপনাকে।
ভাবুন। কাল প্রয়োজনে আবার ভাষণ দিন। বলুন – আপনার সরকার কি দায়িত্ব নিচ্ছে ঘরবন্দী মানুষের জন্য – দেশবাসী এটাই জানতে চায় আপানার কাছ থেকে।