PB Statement

US Should Lift Export Ban

তারিখঃ শনিবার, ১৭ই এপ্রিল – ২০২১

মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারী করেছেঃ

প্রয়োজনীয় উপাদান সমূহের যোগানের অভাবে ভারতে দ্রুত আরও বেশী প্রতিষেধক প্রস্তুত করার কাজ ক্ষতিগ্রস্থ হচ্ছে। এই সমস্ত উপাদানগুলির মধ্যে ফিল্টার, সল্যুইশন্স এবং প্ল্যাস্টিক ব্যাগ ইত্যাদি আমেরিকা থেকে আমদানি করা হয়। কিন্তু মার্কিন প্রশাসন নিজেদের ডিফেন্স প্রডাকশন অ্যাক্ট অনুযায়ী উপরোক্ত সামগ্রীর রপ্তানিতে নিসেধাজ্ঞা জারী করেছে। ভারতের পক্ষ থেকে বারে বারে তাদের কাছে এই ব্যাপারে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার দাবী করা হলেও তারা রপ্তানি না করার সিদ্ধান্তে অনড় রয়েছে। কিছুদিন আগেই ভারতে বৃহত্তম প্রতিষেধক নির্মাতা সংস্থা সেরাম ইন্সটিটিউট সংশ্লিষ্ট সমস্যার কথা জানিয়েছে।

আমেরিকার বাইডেন প্রশাসন এই ব্যাপারে দ্ব্যর্থবোধক ধোঁয়াশা বজায় রেখে চলছে। গত মার্চ মাসের ১২ তারিখে কোয়াড সম্মেলনে যে যৌথ বিবৃতি প্রকাশিত হয় তাতে বলা হয় “সারা বিশ্বে স্বাস্থ্যব্যবস্থার প্রয়োজনে নিরাপদ, সুলভ এবং কার্যকরী প্রতিষেধক প্রুস্তুতির লক্ষ্যে আমরা শক্তিসমূহের সমাবেশ ঘটাবো”। পরবর্তীকালে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রতিষেধক প্রস্তুতীর কাজে ভারতীয় সংস্থা বায়োলজিক্যাল ই লিমিটেডের গবেষণায় আমেরিকা বিনিয়োগে করবে বলে আশ্বাসও দেয়।

প্রতিষেধক নির্মাণের কাজে প্রয়োজনীয় সামগ্রী রপ্তানিতে নিষেধাজ্ঞা উল্লিখিত সমস্ত ঘোষিত লক্ষ্যের সম্পূর্ণ বিপরীত সিদ্ধান্ত। মোদী সরকার যারা উচ্চস্বরে কোয়াড জোটের পক্ষে কথা বলেন তাদের উচিত অবিলম্বে বাইডেন প্রশাসনকে নিজেদের ঘোষিত অঙ্গীকার অনুযায়ী ভারতে প্রতিষেধক প্রস্তুতীতে প্রয়োজনীয় সামগ্রীর রপ্তানি নিশ্চিত করতে রাজি করানো। ভারতে কোভিড সংক্রমন বৃদ্ধির অভূতপূর্ব পরিস্থিতিতে প্রতিষেধকে গুরুতর ঘাটতির অবস্থায় ন্যুনতম পদক্ষেপটুকু একান্তই প্রয়োজন।      

Spread the word

Leave a Reply