The late eminent historian Hari Shankar Basudevan.

বিশিষ্ট ইতিহাসবিদ হরি শঙ্কর বাসুদেবন প্রয়াত হলেন করোনায় আক্রান্ত হয়ে। মৃত্যুর সময় তার বয়েস হয়েছিল ৬৮ বছর । গত ৪ মে প্রবল জ্বরে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন, প্রবল শ্বাস কষ্টে ভুগতে থাকায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। শনিবার রাত ১ টা নাগাদ তার মৃত্যু হয়।


অধ্যাপক বাসুদেবন ১৯৭৮ সাল থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অধ্যাপনা শুরু করেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ও পি এইচ ডি ডিগ্রি অর্জন করার পরে, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূলত অধ্যাপনা করলেও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। জামিয়া মিলিয়া বিশ্ব বিদ্যালয়ে মধ্য এশিয়ার পাঠক্রম চালুর তিনি ছিলেন অন্যতম উদ্যোক্তা। দেশের বাইরে রাশিয়ার আকাদেমি অব সায়েন্সের , কিয়েভ বিশ্ব বিদ্যালয়, লন্ডনের কিংস কলেজ, ফ্রান্সের এমএসএইচ , সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয় , চীনের ইউনান নর্মাল বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা ও গবেষণার কাজ করেছেন।
অধ্যাপক বাদুদেবনের একাধিক বই ও অসংখ্য মূল্যবান প্রবন্ধ রয়েছে। মোদি সরকারের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। তার মৃত্যুতে শোক জ্ঞাপন করে সিপিআই(এম) পার্টির রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন,”সোভিয়েত ইউনিয়ন এবং চীন সম্পর্কে তাঁর পান্ডিত্য এবং ভারতরত্ন সম্পর্কে তার জ্ঞান সাহচর্যের অভাব আমরা অনুভব করবো।”


হরিশঙ্কর বাসুদেবন এর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ তার অসংখ্য ছাত্র ছাত্রীসহ ইতিহাসবিদ গণ, অধ্যাপক ও অধ্যাপিকারা। পাশ্চাত্য ইতিহাস গবেষণায় এক অপূরণীয় ক্ষতি হল, ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবনের মৃত্যুতে।

করোনা পরিস্থিতিতে খাদ্য সঙ্কট ও পরিযায়ী শ্রমিকদের সমস্যার কথা নিয়ে, ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবনের লেখা। গত ২২ এপ্রিল ২০,নিউজক্লিক’এ, তার লেখা প্রকাশিত হয়।

Spread the word

Leave a Reply