কোভিড মহামারীর দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন কমরেড সীতারাম ইয়েচুরি
শ্রী নরেন্দ্র মোদী
প্রধানমন্ত্রী
ভারত সরকার
২৪ এপ্রিল, ২০২১
মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়,
এক গভীর যন্ত্রণা থেকে আপনাকে এই চিঠি লিখছি। কোভিড-১৯ সংক্রমণে দ্বিতীয়বারের জন্য জনস্বাস্থ্য এবং মানবতা যে সংকটের সম্মুখীন তা সুনামির চেহারা নিয়েছে। এই সংক্রমণ সম্পর্কে কেন্দ্রীয় সরকারের দৃষ্টিভঙ্গি এবং মনোভাবের কারণেই আজকের ভয়ানক পরিস্থিতির সৃষ্টি। সুযোগ থাকা সত্বেও আমাদের হাজার হাজার দেশবাসী যখন প্রাণ হারাচ্ছেন সেই পরিস্থিতিতে সরকারের কর্তব্য সম্পর্কে অতীত রোমন্থন আমি করতে চাই না।
দুটি নির্দিষ্ট বিষয়ে অবিলম্বে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই: প্রথম, অসুস্থদের চিকিৎসার জন্য দেশের সমস্ত সরকারি হাসপাতালে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা, এই কাজে যত সমস্যাই হোক না কেন তাকে দূর করতে হবে। দ্বিতীয়, সমস্ত রাজ্যেই সকলের জন্য বিনামূল্যে প্রতিষেধকের বন্দোবস্ত করতে হবে। এই কাজে সংশ্লিষ্ট সকল ভারতীয় প্রতিষেধক নির্মাতা সংস্থাসমূহ কে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে হবে, একই সাথে বিদেশ থেকে প্রতিষেধক আমদানি করার যাবতীয় সুযোগকে ব্যাবহার করতে হবে। বর্তমান পরিস্থিতির গুরুত্ব বুঝে আর যাতে কারোর প্রাণ না যায় এই দুটি ব্যবস্থা আমাদের করতেই হবে।
আমি বুঝি, এমন সিদ্ধান্ত কার্যকর করতে কিছু অর্থ নৈতিক সিদ্ধান্ত বিবেচনার প্রয়োজন রয়েছে। প্রথমেই প্রতিষেধক প্রস্তুতি সম্পর্কিত কেন্দ্রীয় বাজেটে ঘোষিত ৩৫০০০ কোটি টাকার সংস্থান কে কার্যকর করা উচিত। আপনাকে একান্ত অনুরোধ এখনি দিল্লিতে সেন্ট্রাল ভিস্টার নির্মানকাজ স্থগিত করা হোক, যেকোনো ধরনের বাড়তি এবং অনাবশ্যক সরকারি অর্থ ব্যয়ে নিষেধাজ্ঞা জারি করা হোক। স্বচ্ছতা বজায় রেখে পি এম কেয়ার্স তহবিলের অর্থরাশী অসুস্থদের জন্য অক্সিজেন এবং সকলের জন্য প্রতিষেধক নির্মাণে ব্যয় করা হোক।
বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার দেশের জনগণের প্রাণ বাঁচানোর কাজে প্রয়োজনীয় অক্সিজেন এবং প্রতিষেধকের বন্দোবস্ত করতে ব্যর্থ হলে আপনার নেতৃত্বে এই সরকার ক্ষমতায় থাকার যাবতীয় নৈতিক অধিকার হারাবে। জনস্বাস্থ্য এবং মানবতার এই সংকটের মোকাবিলা করা যায় এবং সরকারকে সেই দায়িত্ব পালন করতেই হবে। ইতিপূর্বে আপনার সরকার সংশ্লিষ্ট দায়িত্ব পালনে বারে বারে ব্যর্থ হয়েছে, এখনকার পরিস্থিতিতে আরো একবার কেন্দ্রীয় সরকারকে ন্যূনতম দায়টুকু স্বীকার করে যথাযথ রূপে সক্রিয় হতে হবে।
আপনার জ্ঞাতার্থে
সীতারাম ইয়েচুরি
সাধারণ সম্পাদক
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)