PB Statement

Successful General Strike

সাধারণ ধর্মঘটের সাফল্য প্রসঙ্গে

তারিখঃ মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) নিম্নলিখিত বিবৃতি জারী করেছেঃ

২৮-২৯ মার্চ সারা দেশে আটচল্লিশ ঘন্টার সাধারণ ধর্মঘটের সাফল্যে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো শ্রমিকশ্রেণিকে অভিবাদন জানাচ্ছে। দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সহ বিভিন্ন ক্ষেত্রের ফেডারেশনগুলির যৌথ আহ্বানে সাড়া দিয়ে দেশের লক্ষ লক্ষ শ্রমিক এই ধর্মঘট সফল করেছেন।  

পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, হরিয়ানা, তেলেঙ্গানা, কর্নাটক, আসাম এবং ত্রিপুরায় বৃহৎ শিল্পক্ষেত্রগুলিতে এই ধর্মঘটের ব্যাপক প্রভাব দেখা গেছে, কেরালায় ধর্মঘটের প্রভাব ছিল সর্বব্যাপী। এই ধর্মঘটে দেশজুড়েই ব্যাংক ও বীমাক্ষেত্রগুলি সক্রিয়ভাবে অংশগ্রহন করেছে। গুরুত্বপূর্ণ শিল্পক্ষেত্র যেমন পরিবহণ, বিদ্যুৎ, কেন্দ্র এবং রাজ্য সরকারী কর্মচারী, প্রকল্প কর্মীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল।      

মানিটাইজেশনের নামে জাতীয় সম্পদ বিক্রি, রাষ্ট্রায়ত্ত্ব ক্ষেত্রের বেসরকারিকরণ, নয়া চার শ্রম কোডের প্রণয়ন এবং দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে জনগণের ক্রমবর্ধমান ক্ষোভই এই ধর্মঘটের সাফল্যের কারন। সংযুক্ত কিষান মোর্চা সহ বিভিন্ন কৃষক ও ক্ষেতমজুর সংগঠনগুলিও এই ধর্মঘটে সক্রিয় সমর্থন জানিয়েছিল।     

নির্দিষ্ট কয়েকটি রাজ্যে পুলিশ অহেতুক ধর্মঘট বিরোধী বাড়তি সক্রিয়তা দেখিয়েছে, সিপিআই(এম) এহেন আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে। শ্রমিকদের উপরে নিপীড়ন নামিয়ে আনার বদলে রাজ্য সরকারগুলির উচিত তাদের দাবীগুলির সম্পর্কে মনোযোগী হওয়া। আগামিদিনে শ্রমিকস্বার্থ বিরোধী নীতি প্রণয়নের আগে কেন্দ্রীয় সরকারের এই ধর্মঘটকে হুঁশিয়ারি হিসাবে বিবেচনা করা উচিত।    

Spread the word

Leave a Reply