PB Statement

Stop Intimidation : Hold Impartial Probe into Loni Encounter

ভয় দেখানো বন্ধ হোক: লোনিতে এনকাউন্টারের ঘটনায় নিরপেক্ষ তদন্ত প্রয়োজন

গাজিয়াবাদের লোনি এলাকার বিজেপি বিধায়ক, পার্টির পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাতের বিরুদ্ধে “সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করা’ সহ “গবাদি পশুহত্যাকে উত্সাহিত করার’ সম্পূর্ণ মিথ্যা এবং বিদ্বেষপূর্ণ অভিযোগ জানিয়েছেন, এমনকি তার বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য পুলিশকে চাপ দেওয়ারও চেষ্টা করছেন। সিপিআই(এম)-এর পলিট ব্যুরো এহেন মিথ্যা অভিযোগের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছে।

কমরেড বৃন্দা কারাতের নেতৃত্বে সিপিআই(এম)-এর একটি প্রতিনিধিদল লোনিতে সাম্প্রতিক পুলিশি নৃশংসতার শিকার হওয়া একটি পরিবারের সাথে সাক্ষাত করে। একটি তথাকথিত এনকাউন্টারে সাতজন যুবক পুলিশি বর্বরতার শিকার হন, দেখা যায় তাদের প্রত্যেকের শরীরেই আঘাতের প্রকৃতি একইরকম এবং তারা সকলেই মুসলমান। এই ঘটনায় জড়িত পুলিশকর্মীদের  বিরুদ্ধে মামলা না করে সেই সাতজনকেই আটক করে রাখা হয়। স্থানীয় বিধায়ক সাম্প্রদায়িক মনোভাবের ভিত্তিতে এহেন বর্বর পুলিশি পদক্ষেপের সমর্থনে নেতৃত্ব দিয়েছিলেন। তিনিই এখন আক্রান্তদের পাশে থাকা লোকজনেদের হুমকি দিচ্ছেন এবং ভয় দেখানোর চেষ্টা করেছেন। সিপিআই(এম) এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছে। যারা ন্যায়বিচারকে বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে অবিলম্বে কড়া ব্যবস্থা নিতে হবে।

Spread the word

Leave a Reply