Samyukta Kisan Morcha Press Statement

সংযুক্ত কিষান মোর্চার প্রেস বিবৃতি

২৬ শে জানুয়ারি, ২০২১

দেশের সাধারণ তন্ত্র দিবসে কৃষকদের পক্ষ থেকে ট্রাক্টর সহ প্যারেডের আহ্বানে কৃষকদের অভূতপূর্ব সমর্থনের প্রতি আমরা ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আজ কিছু অনভিপ্রেত ঘটনাও হয়েছে, সেইসব ঘটনার সাথে আমাদের কোন সম্পর্ক নেই একথাও আমরা স্পষ্ট করতে চাই। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা সত্ত্বেও গুটিকয়েক সংগঠন সিদ্ধান্ত মতো পূর্বনির্ধারিত রাস্তায় না চলে নিজেদের মতো করে ট্রাক্টরের রুট পাল্টেছেন এবং  নিন্দনীয় কাজ করেছেন। কৃষকদের শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে আজ কিছু দুর্বৃত্তের অনুপ্রবেশ ঘটেছে। আমরা প্রথম থেকেই স্পষ্ট করেছি যে শান্তি বজায় রাখাই আমাদের প্রধান শক্তি এবং হিংসা ছড়ালে তাতে আন্দোলনের ক্ষতিই করা হবে।

দীর্ঘ ছয় মাস ধরে এই লড়াই জারী রয়েছে, দিল্লী সীমান্তে ষাট দিনেরও বেশি সময় ধরে বিক্ষোভ প্রদর্শন চলছে – আজকের পরিস্থিতির জন্য সেই প্রেক্ষিতও কিছুটা দায়ী।

যারা আমাদের ঘোষিত শৃঙ্খলা ভেঙেছে তাদের সাথে আমরা সবরকম সম্পর্ক বিচ্ছিন্ন করছি। রাষ্ট্রীয় সম্মান এবং চিহ্ন সমূহের মর্যাদাহানি হতে পারে এমন কোনো কর্মসূচি এবং পূর্বঘোষিত রুটে প্যারেড করা সম্পর্কে সবাইকে আমরা আগে থেকেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন। এধরনের কোনো কর্মসূচিতে যুক্ত না হবার আহ্বান পূর্বেই ঘোষণা করা হয়েছিল।

সারাদিনের সম্পূর্ণ ঘটনাবলীর একটি যথাযথ বিশ্লেষণের জন্য সংযুক্ত কিষান মোর্চা চেষ্টা করছে। কিষান প্যারেডের কর্মসূচি সম্পর্কে একটি যথার্থ প্রতিবেদন আমাদের পক্ষ থেকে প্রকাশ করা হবে।

Spread the word

Leave a Reply