Remembering Sudipta Gupta – SFI organizes blood donation camps across the State

২রা এপ্রিল,
দিনটা ভারতের ছাত্র ফেডারেশনের কর্মীদের কাছে অতি স্মরণীয়,শপথেরও বটে।

সাত বছর আগে ঠিক এমনই একটা দিনে ক্যাম্পাসে ছাত্রদের গণতন্ত্রের দাবিতে পথে নেমেছিল সুদীপ্ত সহ হাজার হাজার ছাত্র-ছাত্রীরা। শাসকদলের লাঠি পেটায় মৃত্যুর কোলে ঢলে পড়েছিল সুদীপ্ত গুপ্ত। SFI পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য সুদীপ্ত গুপ্ত।

প্রত্যেক বছর এই দিনটাতে ভারতের ছাত্র ফেডারেশনের পতাকার তলায় গোটা রাজ্যের সুদীপ্ত-সহযোদ্ধারা একত্রিত হয়ে দাবী তোলে সুদীপ্ত হত্যার অপরাধীদের শাস্তি ও ক্যাম্পাসে গনতন্ত্র। এছাড়াও বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে স্মরণ করা হয় সুদীপ্তকে। কিন্তু এই বছর গোটা বিশ্ব জুড়ে এক অভূতপূর্ব ভয়াল পরিবেশ সৃষ্টি করেছে মারন ভাইরাস COVID-19(করোনা)। ইতিমধ্যেই মারণ ভাইরাসে আক্রান্ত গোটা বিশ্বের প্রায় দশ লক্ষ মানুষ । আমাদেশ দেশে আক্রান্তের সংখ্যা দু হাজার ছুঁই ছুঁই। রাজ্যে আক্রান্ত পঞ্চাশ পেরিয়েছে।
সঙ্গত কারণেই গোটা দেশজুড়ে লকডাউন ঘোষিত হয়েছে ।
এদিকে রাজ্য জুড়ে থ্যালাসেমিয়া সহ অন্যান্য রোগীদের জন্য রক্তের সঙ্কট দেখা দিয়েছে, কিন্তু সরকারের যথোপযুক্ত উদ্যোগের ঘাটতি লক্ষ করা যাচ্ছে।
এমতাবস্থায়, SFI রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রশাসন ও স্হানীয় হাসপাতালের ব্লাড ব্যাঙ্কগুলির সাথে সহযোগিতা রেখে ও স্বাস্থ্য বিধি মেনে আজ গোটা রাজ্য জুড়ে, প্রতিটি জেলায় একাধিক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।সব জেলা মিলয়ে প্রায় ১২০০ কর্মী রক্তদান করেছেন। ঝুঁকি ছিলো,অনেকেই বলেছিলেন এখন রক্ত দান মানে ভিষণ ঝুঁকি। শেষপর্যন্ত সেই ঝুঁকি গোটা রাজ্যের সকল জেলা কমিটির কমরেডরা নিয়েছেন।। এছাড়াও কমরেডরা নিজ- গৃহে থেকেই শপথে স্মরণে দাবী তুলেছেন “শহীদ সুদীপ্ত হত্যার বিচার” ও ক্যাম্পাসে গনতন্ত্র চাই। সকল জেলায় রক্তদানে সামিল হওয়া কর্মীদের অভিনন্দন জানিয়েছেন সংগঠনের রাজ্য সভাপতি ও সম্পাদক কমরেড প্রতিকুর রহমান ও সৃজন ভট্টাচার্য।

দক্ষিণ ২৪পরগনা জেলার পাটুলিতে জেলার রক্তদান শিবিরে কমরেডদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক ড.সুজন চক্রবর্তী।
রাজ্য সম্পাদক ও সভাপতি জানান ,বেশ কিছু জায়গায় প্রশাসন অসহযোগিতা চোখে পড়েছে। আগামীদিনে সাধারণ মানুষের জন্য রক্তের জোগান মেটাতে এগিয়ে আসবে সুদীপ্ত গুপ্তের সহযোদ্ধারা।। শুধু রক্ত নয় যেকোনো সাহায্যে এগিয়ে আসবে SFI এর কর্মীরা এটাই ২০২০-র ২রা এপ্রিলের শপথ।

সুদীপ্ত গুপ্ত স্মরনে রক্তদান শিবিরকে অভিনন্দন জানালেন ডঃ সুজন চক্রবর্তী

Spread the word

Leave a Reply