Rangsit’s Give away the allocation of birthday celebrations to the SFI – DYFI

9 April 2020

ছোট্ট ছেলে রুংশিত ,তার জন্মদিনের জন্য বরাদ্দ অর্থ তুলে দিল বামছাত্র যুব কর্মীদের হাতে।
দক্ষিণ ২৪ পরগণা জেলার অন্তর্গত
কলকাতা পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ড এর বাসিন্দা, দীপঙ্কর বেরা সীমা বেরার পুত্র রুংশিত বেরা। কেন্দ্রীয় বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র রুংশিত।
মহামারী করোনা ভাইরাসের জেরে লক ডাউন তাই তার স্কুল বন্ধ , খেলার মাঠ ,বন্ধুর বাড়ি, পার্ক তার সব জায়গায় যাওয়া এখন বন্ধ।প্রতিদিন টিভিতে খবরের কাগজে,মা বাবার মুখে শুনছে lock down এর জন্য কত মানুষ, দুবেলা দু মুঠো খেতে পাচ্ছেন না। বাবার ফোনে ভিডিও দেখে জেনেছে, পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে আটকে আছে,কেউ কেউ মাইলের পরে মাইল হাঁটছে। গরিব মানুষ খোলা আকাশ যাদের ,ঘরের ছাদ তারা না খেয়ে দিন কাটাচ্ছেন। তার বয়সী কত শিশুরা অনাহারে রয়েছে। ছোট্ট শিশুর মন ব্যাকুল হয়েছে। রুংশিত এটাও জেনেছে, পাড়ার দাদা দিদি কাকুরা, সাদা ঝাণ্ডা নিয়ে যে দাদা-দিদি গুলো, পড়াশুনার দাবিতে,কাজের দাবিতে মিছিল করে, তারা এখন অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে, রুংশিত দেখেছে, বাবা মায়ের সাথে খবরের কাগজ দেখে, সোশ্যাল মিডিয়ায়র মাধ্যমে দাদা -দিদিরা প্রতিদিন শুকনো খাবার , ওষুধ নিয়ে অসহায় মানুষদের কাছে পৌঁছে দিচ্ছে।
ছোট্ট ছেলে সিংহ হৃদয়ের পরিচয় দিয়েছে, সে তার বাবা মাকে জানিয়েছে, SFI-DYFI এর দাদা দিদিদের হাতে সে তার জন্মদিনের জন্য বরাদ্দ অর্থ তুলে দিতে চায়। সেইমত দীপঙ্কর বাবু পাড়ার SFI-DYFI কর্মীদের সাথে যোগাযোগ করেন। রুংশিত বেরা তার জন্মদিনের বরাদ্দ অর্থ SFI DYFI কর্মীদের হাতে তুলে দিলে, কমরেডরা আনন্দের সাথে তা গ্রহণ করে।

Spread the word

Leave a Reply