২৬ আগস্ট, ২০২২, শুক্রবার
এই দেশের নাগরিকদের বিরুদ্ধে পেগাসাস, যা আসলে একটি সামরিক পর্যায়ের স্পাইওয়্যার, তাকে ব্যবহার করার বিষয়ে বিচার বিভাগের সামনে এবং দেশের কাছে দায়বদ্ধ হতে কেন্দ্রীয় সরকারের অস্বীকৃতিকে দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছে সিপিআই(এম)-র পলিট ব্যুরো। এই স্পাইওয়্যারটিকে ব্যবহার সংক্রান্ত তদন্তের জন্য সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি জানিয়েছে যে সরকার কোনভাবেই “সহযোগীতা করছে না”। এই মনোভাব গ্রহণযোগ্য নয়।
সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই মন্তব্য করেছে যে “জাতীয় নিরাপত্তা”-র কথা উল্লেখ করে নাগরিকদের মৌলিক অধিকার, বিশেষ করে গোপনীয়তার অধিকার, নির্বিচারে লঙ্ঘন করা যাবে না। সরকারী তরফে অসহযোগিতার এ ধরনের অনড় মনোভাব থেকে এটা স্পষ্ট যে এই স্পাইওয়্যারটি উচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত, বিরোধী নেতা, সাংবাদিক প্রমুখদের বিরুদ্ধে অপব্যবহৃত হয়েছিল। গণতান্ত্রিক কাঠামো ও নাগরিকদের গণতান্ত্রিক অধিকারের উপর এমন নজরদারি ক্ষতিকর প্রভাব ফেলে। পেগাসাস ব্যবহারের অভিযোগ উঠলে অনেক দেশই গুরুতর তদন্ত শুরু করেছে। ফ্রান্স, মেক্সিকো, স্পেন এবং অন্যান্যরা এই তদন্তগুলো গুরুত্ব সহকারে গ্রহণ করছে। ভারত, হাঙ্গেরি ও সৌদি আরবের মতো দেশের সরকার এই স্পাইওয়্যার নিজেদের দেশে ব্যবহার করতে চেয়েছে বলে ইজরায়েলের নিজেদের তদন্তে জানা গেছে। এর পরিপ্রেক্ষিতে, কেন্দ্রীয় সরকারের দায়িত্ব নিজেদের অবস্থান স্পষ্ট করা এবং জবাবদিহির দায় স্বীকার করা। বিচার বিভাগকেই সেই জবাবদিহি আদায় নিশ্চিত করতে হবে।