ভ্যাকসিন সম্পর্কিত নয়া সরকারী নীতি প্রসঙ্গে
তারিখঃ মঙ্গলবার – ৮ জুন, ২০২১
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারী করেছেঃ
বেসরকারি ক্ষেত্রের জন্য ২৫ শতাংশ ভ্যাকসিনের সংরক্ষন নীতি বর্জন করে বিনামূল্যে সর্বজনীন গণটিকাকরনের নীতি গ্রহণ করতে হবে
বিভিন্ন রাজ্যের সরকার এবং সুপ্রিম কোর্টের তরফে ব্যাপক সমালোচনার ফলে মোদী সরকার নিজেদের ত্রুটিপূর্ণ এবং ধ্বংস্বাত্মক “উদারনৈতিক প্রতিষেধক নীতি” খারিজ করতে বাধ্য হয়েছে। দেশের সমস্ত নাগরিকের জন্য সর্বজনীন গণটিকাকরনের নীতিকেই মান্যতা দিয়েছে সরকার।
দেশজুড়ে নিজের বক্তব্য প্রচারে প্রধানমন্ত্রী যেভাবে রাজ্যসরকারগুলির উপরে বিভিন্ন অসত্য অভিযোগ এনেছেন এবং টিকাকরন সম্পর্কে সমস্ত দায় চাপিয়েছেন দেশের জনগন সেইসবকিছুর বিরুদ্ধেই অবস্থান নেবেন। বস্তুত “উদারনৈতিক প্রতিষেধক নীতি” কেন্দ্রীয় সরকারের তরফে একটি চাপিয়ে দেওয়া একতরফা নীতি ছিল।
যদিও খেয়াল রাখতে হবে খারিজ হলেও সেই নীতির সবটা এখনো বদলানো হয় নি। সরকার এখনো দ্বৈত মূল্যের নীতি বজায় রেখে দিয়েছে। বেসরকারি ক্ষেত্রের হাতে এখনো টিকা উৎপাদনের ২৫ শতাংশ বরাদ্দ সংরক্ষিত হয়ে রয়েছে। এই ব্যবস্থা আসলে বেসরকারি সংস্থার জন্য অতিরিক্ত মুনাফা লুটের বন্দোবস্ত ব্যাতিত আর কিছুই নয়। উল্লেখ্য, যখন টিকার যোগানে অভাব দেখা দেবে তখন এহেন সরকারী নীতির ফলেই সর্বজনীন গণটিকাকরনের নীতি গুরুতরভাবে ক্ষতিগ্রস্থ হবে। করোনা মহামারীর আসন্ন তৃতীয় ঢেউকে প্রতিহত করতে বিনামূল্যে সর্বজনীন গণটিকাকরন একান্তই প্রয়োজন। সরকারের নীতিতে বেসরকারি হাসপাতাল থেকে একমাত্র ধনীরাই চড়া দামে ভ্যাকসিন খরিদ করতে পারবেন।
সিপিআই(এম) দাবী জানাচ্ছে অবিলম্বে কেন্দ্রীয় সরকার বেসরকারি ক্ষেত্রের জন্য ২৫ শতাংশ ভ্যাকসিনের সংরক্ষন নীতি বর্জন করুক। দেশের অভ্যন্তরে উৎপাদিত এবং বিদেশ থেকে আমদানি করা সমস্ত প্রতিষেধক কেন্দ্রীয় সরকার নিজেদের নিয়ন্ত্রনে নিক এবং রাজ্যগুলির সাথে যথাযথ আলোচনা পূর্বক তাদের মধ্যে সেই ভ্যাকসিনের বণ্টন করা হোক।