PB Statement

On Gyanvapi Mosque issue: PB Statement

১৯ মে, ২০২২, বৃহস্পতিবার

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারী করেছেঃ

বারাণসীর জ্ঞানভাপি মসজিদের প্রাঙ্গনে ভিডিওগ্রাফির অনুমতি দিয়ে সংশ্লিষ্ট জেলা আদালত এক ভুল-বিবেচনা প্রসূত সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)। বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যা সাম্প্রদায়িক শক্তিগুলি নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে। এই অবস্থা যথেষ্ট উদ্বেগের।

এখন সুপ্রিম কোর্ট সংশ্লিষ্ট বিষয়ে হস্তক্ষেপ করেছে। এই সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত বলে দাবি জানাচ্ছে সিপিআই(এম)। একইসাথে পলিট ব্যুরো দাবী জানাচ্ছে ১৯৯১-সালের উপাসনাস্থল বিষয়ক বিশেষ আইনকে কোনওভাবেই লঙ্ঘন করতে দেওয়া যাবে না। ধর্মীয় স্থানসমূহ সম্পর্কে এধরনের বিতর্ক এড়াতে এবং সেইসব উপাসনাস্থলের বিদ্যমান কাঠামো পরিবর্তনের কোনরকম প্রচেষ্টাই যাতে অনুমোদিত না হয় তা নিশ্চিত করার জন্যই এই আইন প্রণীত হয়েছিল।

[সিপিআই(এম)-র কেন্দ্রীয় কমিটির দপ্তর থেকে জারী হওয়া বিবৃতি]

Spread the word

Leave a Reply