নদীয়া জেলার কৃষ্ণগঞ্জে সিপিআই(এম) এর আন্দোলনে দাবি আদায় হল …

১৫ জুলাই ২০২০
ওয়েবডেস্কের প্রতিবেদন:


নদীয়া জেলার কৃষ্ণগঞ্জে সিপিআই(এম) এর নেতৃত্বে সাধারণ মানুষকে সাথে নিয়ে গণ ডেপুটেশন ছিল আমফান ঝড়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত নয় তাদের চিহ্নিত করে ক্ষতিপূরণ এর টাকা বিডিও’র কাছে ফেরতের দাবিতে। সার্বিক জয় হয়েছে আন্দোলনের।

যাদের ৪’ক’ এর ফর্ম জমা করা হয়েছে বিডিও’র কাছে । তাদের ১৫ দিনের মধ্যে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কৃষ্ণগঞ্জের বিডিও ।

নতুন জব কার্ড যাদের নেই, সাদা কাগজ এ দরখাস্ত লিখে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে পঞ্চায়েত এ জমা করলেই নতুন জব কার্ড পাওয়া যাবে।

এছাড়াও আমফান ঝড়ে ক্ষতির জন্যে বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যা শিপ্রা মন্ডল, আর্থিক সঙ্গতি থাকা সত্ত্বেও ২০০০০/- টাকা পেয়েছেন ক্ষতিপূরণ নিয়েছেন।
আগামীকাল (১৬ জুলাই ২০২০) মধ্যে সেই টাকা পঞ্চায়েত সদস্যা শিপ্রা মন্ডলকে ফেরত দিতে হবে (টেজারীর চালান সহ) , এবং সেই চালান বিডিও অফিসের সামনে টাঙাতে হবে। মানুষের সামনে যাতে প্রমান হয়, মানুষ দেখতে পাই, সে টাকা মিথ্যা ভাবে নেওয়া হয়েছিল, আবার সেই টাকা ফেরত দিতে হল বিডিও’র কাছে।
আন্দোলনের ফলে আদায় করা হয়েছে, ১৭ জুলাই ২০২০, মধ্যে টাকা ফেরত না দিলে, প্রশাসন তার বিরুদ্ধে FIR করবে।

এছাড়া ডেপুটেশন দেওয়া হয়েছিল, আমফান ঝড়ে প্রচুর গাছ পরে গেছে, তাই নতুন গাছ লাগানোর দাবি করা হয়েছিল। বিডিও আশ্বাস দিয়েছেন নতুন করে আবার গাছ লাগানো হবে।

Spread the word

Leave a Reply