Logo of 23rd party congress revealed

কান্নোর: প্রকাশ করা হলো সিপিআই(এম)-র ২৩তম কংগ্রেসের প্রতীক। ৬-১০ এপ্রিল এই কংগ্রেস হবে কেরালার কান্নোরে। বুধবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ইপি জয়রাজন। অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট নাট্য পরিচালক ইব্রাহিম ভেঙ্গারা।

অনুষ্ঠানে জয়রাজন বলেন, সিপিআই(এম)-র কংগ্রেসকে গণমাধ্যম খুবই গুরুত্ব দিয়ে দেখে। পার্টির স্বতন্ত্র অবস্থানের কারণেই এই গুরত্ব। আমাদের দেশে গণমাধ্যম অনেক ভালো কাজ করলেও কিছু ভ্রান্তিও প্রচার করে। জনগণের হিতার্থে গণমাধ্যমের পক্ষে উত্থাপিত কোনও পরামর্শকেও পার্টি যথেষ্ট গুরুত্ব দেয়। নাট্যকার ভেঙ্গারা বলেন, এই প্রতীক প্রকাশ অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয় পার্টির তরফে, এর থেকেই বোঝা যায় শিল্পীদের প্রতি পার্টির মনোভাব কেমন। অনুষ্ঠানে উপস্থিত থেকে পার্টি সম্মেলনের প্রতীক প্রকাশের সুযোগ পাওয়ার ঘটনাকে তিনি মালায়লাম থিয়েটারেরই স্বীকৃতি হিসাবে দেখছেন বলে জানান।

সম্মেলনের প্রতীকটি অলংকরণ করেছেন মলপ্পুরমের শিল্পী মনু কাল্লিক্কাডু। পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য পিকে শ্রীমতি, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পিভি গোপীনাথ এবং জেলা কমিটির সদস্য এম শাজার এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে স্বাগত জানান। উপস্থিত ছিলেন পার্টির জেলা সম্পাদক এমভি জয়রাজন, রাজ্য কমিটির সদস্য পি জয়রাজন, টিভি রাজেশ, এএন শামসীর, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য এম প্রকাশন, ভতসান পানোলি, এন চন্দ্রন এবং টিকে গোবিন্দন।

Spread the word

Leave a Reply