Letter from Dr.Sujan Chakraborty to Firhad Hakim

মাননীয় ফিরাদ হাকিম,
কোলকাতা পুরনিগম এবং
পৌরমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার।

মহোদয়,

কোলকাতা পুরনিগমের এক্তিয়ারভুক্ত গড়িয়া শ্মশানে, গতকাল একসাথে, বহুসংখ্যক মৃতদেহ সৎকার বিষয়ে স্থানীয় মানুষের বিক্ষোভ এবং সেই সংক্রান্ত একটি ভিডিও আমার নজরে এসেছে। গতকাল কোলকাতা পুরনিগমের একটি বিশেষ গাড়ীতে করে হঠাৎ ১৩ টি লাশ নিয়ে যাওয়া হয় গড়িয়া শ্মশানে। পচা- গলা, বিভৎস লাশগুলি দেখে হতচকিত মানুষ ভয় পেয়ে যায় এবং বিক্ষোভ করে। নামানো লাশ তুলে গাড়ী ফেরত চলে যায়। ভিডিওটি নিশ্চয়ই আপনার নজরে পড়েছে। এতদসত্ত্বেও আপনাকে পাঠালাম। দেখে নিন।

আচম্বিতে, এ ধরনের ঘটনায় গড়িয়া শ্মশান এবং স্থানীয় এলাকায় জনমানসে বিক্ষোভ এবং প্রতিক্রিয়া স্বাভাবিক। স্বভাবতই, মানুষ সঠিক তথ্য জানতে চায়। প্রশ্ন এই যে,
এই ১৩টি লাশ কাদের? তাদের নাম পরিচয় ঠিকানা কি? নিদিষ্ট স্থানের পরিবর্তে বেওয়ারিশ লাশ গড়িয়া শ্মশানে কেন? মৃতদেহগুলোর সাথে করোনার সম্পর্ক আছে কিনা অথবা গোপনীয় অন্য কারণ কি? নচেৎ অস্বাভাবিক মৃত্যু হিসাবে এগুলি নথিভুক্ত কিনা? নথিভুক্তর সংখ্যা কত? গড়িয়া শ্মশান থেকে ফেরত যাওয়া লাশগুলোর পরিনতি কি? প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বেওয়ারিশ লাশ এবং সৎকার সংক্রান্ত অনেকগুলো অভিযোগ এসেছে, আপনি নিশ্চয়ই জানেন।

নিশ্চয়ই মানবেন, মানুষের তথ্য জানার অধিকার আছে। উপরোক্ত ঘটনা সম্পর্কে প্রকৃত তথ্য দ্রুত প্রকাশ করুন। নচেৎ জনমানসে বিরক্তি ও সন্দেহ থাকবেই।

যথাযথ দায়িত্বপ্রাপ্ত হিসাবে দ্রুত এবং স্পষ্ট নির্দিষ্ট তথ্য প্রকাশ করবেন, এই আশা রাখি।

ধন্যবাদ সহ,
সুজন চক্রবর্ত্তী।
১১/৬/২০

অনুলিপি : কমিশনার, কোলকাতা পুরনিগম।

Spread the word

Leave a Reply