PB Statement

Israel-Hamas Conflict: Stop These Attacks and Counter Attacks

৮ অক্টোবর, রবিবার,২০২৩

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:

ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী) এর পলিট ব্যুরো প্যালেস্তাইনের গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে হামলা ও পাল্টা হামলার তীব্র নিন্দা করছে। ইতিমধ্যে, অনেক মানুষের জীবন হানি ঘটেছে এবং পরিস্থিতি আরও খারাপ হতে পারে যার ফলে আরও মৃত্যু ও দুর্ভোগ বাড়বে। অবিলম্বে এই সংঘর্ষের অবসান ঘটাতে হবে।

ইসরায়েলের সবচেয়ে দক্ষিণপন্থী নেতানিয়াহু সরকার নির্বিচারে প্যালেস্তাইনের জমি দখল করছে এবং ওয়েস্ট ব্যাঙ্ক এলাকায় ইহুদি বসতি স্থাপন করছে। বর্তমান সংঘর্ষের আগে পর্যন্ত এই বছরেই ৪০ জন শিশু সহ ২৪৮ জন সংঘর্ষে প্রাণ হারিয়েছে।

রাষ্ট্রসঙ্ঘকে অতি অবশ্যই প্যালেস্তিনীয় জনগণের স্বভূমির বৈধ অধিকারকে সুনিশ্চিত করতে হবে, সমস্ত ইসরায়েলি অবৈধ বসতি এবং প্যালেস্তিনীয় ভূমি দখল প্রত্যাহার করতে হবে এবং দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের (UNSC) প্রস্তাবের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। রাষ্ট্রসঙ্ঘের প্রস্তাব অনুযায়ী প্যালেস্তাইনকে পূর্ব জেরুজালেমকে রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া বাস্তবায়িত করতে দিতে হবে। ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)এর পলিট ব্যুরো আহ্বান জানায় যে রাষ্ট্রসঙ্ঘ এবং ভারত সরকার সহ আন্তর্জাতিক মহলকে এই সংঘাতের অবিলম্বে অবসান নিশ্চিত করতে হবে এবং রাষ্ট্রসঙ্ঘের প্রস্তাব বাস্তবায়নের জন্য কাজ করতে হবে।

Spread the word

Leave a Reply