বিজেপির বিরুদ্ধাচার হলেই কি কেন্দ্রীয় সরকারের মাথা ব্যাথার কারণ? অনেকটা সেরকমই ধরা পরলো সোমবার তথ্য ও সংস্কার মন্ত্রী প্রকাশ জাভরেকরের কথায়। বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম কে ডেকে তিনি জানান ১০০ দিনের মধ্যে স্ব-আরোপিত নিয়মাবলী তৈরি করে জমা দেওয়ার জন্য। উল্লেখ্য জানুয়ারি মাসে ইন্টারনেট এবং মোবাইল অ্যাসোসিয়েশন (আইএএমএ) ওটিটি প্ল্যাটফর্মগুলির জন্য আচরণের একটি কোড তৈরি করেছে। জাতীয় প্রতীক বা জাতীয় পতাকার অবমাননা, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা, রাষ্ট্রের বিরুদ্ধে সহিংস প্রচার ইত্যাদি আদালতের নিষিদ্ধ বিষয়গুলি সম্প্রচার রদ করার জন্যই ওই আচরন বিধি তৈরি করা হয়। তা স্বত্তেও নতুন করে আরো একটি স্ব-আরোপিত নিয়মাবলী গঠনের নির্দেশকে ঘিরে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ প্রসঙ্গে সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম মঙ্গলবার টুইট করে জানান, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমের ভিডিও ও অন্যান্য অনলাইন ওয়েব গুলোর নতুন করে এই সেন্সনর সিপের আয়জন কি আরএসএস বিরোধী বক্তব্যগুলি ছেঁটে ফেলার জন্যই? প্রসঙ্গত আরএসএস বা বিজেপির সাম্প্রদায়িক কার্যকলাপ নিয়ে নেটফ্লিক্স-এ বিভিন্ন ওয়েব সম্প্রচারে সমালোচনার ঝড় তুলেছেন অনুরাগ কাশ্যপ, দীপা মেহতার মতো বিশিষ্ট চলচ্চিত্র পরিচালকরা। এই সমালোচনা বন্ধ করতেই কী কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর এহেন নির্দেশ ?
Is Centre Attempting to Control Web Platforms ?
Spread the word