PB Statement

End this Vicious Violence in Tripura

ত্রিপুরায় এই জঘন্য হিংসার অবসান হোক

তারিখঃ বৃহস্পতিবার, ৯ই সেপ্টেম্বর, ২০২১

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:

ত্রিপুরায় ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি যেভাবে সিপিআই(এম) তথা বামফ্রন্টের বিরুদ্ধে হামলা চালিয়েছে তার বিরুদ্ধে সিপিআই(এম)-এর পলিট ব্যুরো তীব্র নিন্দা জানাচ্ছে।

পূর্ব পরিকল্পিত কায়দায় রাজ্য সদর দপ্তর সহ সিপিআই (এম)-এর একাধিক কার্যালয়গুলিতে বিজেপি কর্মীরা আক্রমণ চালিয়েছে। যেসব অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে বা ভস্মীভূত হয়েছে তার মধ্যে উদয়পুর মহকুমা অফিস, গোমতী জেলা কমিটি অফিস, সেপাহিজালা জেলা কমিটি অফিস, বিশালগড় মহকুমা কমিটির অফিস, পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির অফিস এবং সদর মহকুমা কমিটির অফিসগুলি রয়েছে।

সবচেয়ে নির্মম হামলা করা হয়েছে আগরতলার রাজ্য কমিটির দপ্তরে। তারা অফিসের মাঠসংলগ্ন এলাকা ও প্রথম তলায় ব্যাপক ভাঙচুর করেছে, অফিসের দুটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং ত্রিপুরার জনগণের শ্রদ্ধেয় নেতা দশরথ দেবের মূর্তি অবধি ভেঙে দিয়েছে।

এমনকি এই হামলার ঘটনায় গণমাধ্যমগুলো অবধি রেহাই পায়নি, একটি ইলেকট্রনিক মিডিয়া চ্যানেল ‘পিএন -২ নিউজ’ এবং ‘প্রতিবাদী কলাম’ নামে একটি সংবাদপত্র দপ্তরের অফিসে হামলা হয়েছে। রাজ্য পার্টির ‘ডেইলি দেশের কথা’ পত্রিকার অফিসও এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই ঘটনায় লক্ষণীয় যে, সমস্ত জায়গাতেই পুলিশ উপস্থিত থাকা সত্বেও তারা চুপচাপ দাঁড়িয়ে ছিল। রাজ্য কমিটির দপ্তরের সামনে কিছু সিআরপিএফ জওয়ান উপস্থিত ছিলেন কিন্তু হামলা শুরু হবার ঠিক এক ঘণ্টা আগে তাদের সেখান থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।

যে কায়দায় বিজেপি’র গুন্ডাবাহিনী পরিচালিত হয়েছে তাতে রাজ্য সরকারের এই ঘটনায় সরাসরি যোগসাজশ স্পষ্ট হয়েছে। এই হামলাগুলি হয়েছে কারণ শাসক দল বিজেপি ত্রিপুরা রাজ্যের প্রধান বিরোধী দলের কার্যকলাপ দমন করার চেষ্টা করতে চেয়েও বারে বারে ব্যর্থ হয়েছে।

বিরোধী দলের উপর এহেন জঘন্য আক্রমণের নিন্দা করতে হবে জনগণের সকল গণতান্ত্রিক অংশ এবং দলকেই। এই আক্রমন কার্যত ত্রিপুরায় গণতান্ত্রিক কাঠামোর উপরেই হামলা।

ত্রিপুরায় আইনের শাসন এবং নাগরিকদের অধিকার সুরক্ষিত নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত।

পলিট ব্যুরো সকল পার্টি ইউনিটকে এহেন হামলার অবসান এবং ত্রিপুরায় গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে বিক্ষোভ সংগঠিত করার আহ্বান জানাচ্ছে।

Spread the word

Leave a Reply