CPI(M) MLA Balban Punia donated his gold ring to the Chief Minister’s fund against Covid-19..

বামপন্থীদের সিংহ হৃদয়ের পরিচয় আবার সামনে এলো, রাজস্থানের ভদরা বিধানসভার সিপিআই(এম) বিধায়ক বলবান পুনিয়া রাজ্যের কোভিড- ১৯ সংক্রমণ মোকাবিলায় মুখ্যমন্ত্রীর তহবিলে তার শেষ সম্বল এই আংটি দান করেছেন।

মুখ্যমন্ত্রী অশোক গেহলট কে লেখা বিধায়ক বলবান পুনিয়ার চিঠি ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। চিঠির সঙ্গে দেওয়া সোনার আংটি।

এই ঘটনায় রাজস্থানের রাজনৈতিক মহল আলোড়িত। প্রধান দুই শক্তি কংগ্রেস ও বিজেপির সাংসদ বিধায়করা অর্থ দান করলেও এমন পদক্ষেপ কেউই নেননি। তাঁরাও বাম কৃষক নেতা পুনিয়ার প্রশংসা করছেন।
কোভিড ১৯ এর সংক্রমণ ছড়িয়ে পরেছে রাজস্থানেও। গত শুক্রবার সর্বশেষ তথ্যে বলা হয়েছে, মরু রাজ্যে কোভিড-১৯এ আক্রান্ত হয়ে ২৭ জনের মৃত হয়েছে,আক্রান্তের সংখ্যা ১৯৬৪জন । করোনা মোকাবিলায় অন্যান্য রাজ্যের মতো কংগ্রেস পরিচালিত রাজস্থান রাজ্য সরকার তৈরি করেছে তহবিল। CPI(M) পার্টির কেন্দ্রীয় কমিটির নির্দেশ মত রাজস্থানের দুই CPI(M) বিধায়ক তাঁদের বিধায়ক তহবিল থেকে অর্থ প্রদান করেছেন।
ভাদরার বিধায়ক বলবন পুনিয়া আরও একধাপ এগিয়ে নিজের সোনার আংটি দিয়ে দিলেন। মুখ্যমন্ত্রী কে চিঠিতে তিনি লিখেছেন, এই মহামারি রুখতে সবাই কিছু দান করেছে আপনার তহবিলে। আমি ইতিমধ্যে ১৩,৬৬৮ টাকার টেস্ট কিট কিনে ভাদরা -তে পাঠিয়ে দিয়েছি। আপনার ত্রাণ তহবিলে দেওয়ার মতো নগদ টাকা আমার কাছে আর নেই,আমার ব্যাংকেও টাকা নেই।। কিন্তু একটা আংটি আমার কাছে ছিল। সেটা আমি আপনার ত্রাণ তহবিলে দেওয়ার ঘোষণা করছি।

এই দানকে সন্মান জানিয়ে , CPIM রাজ্য পার্টির সম্পাদক সূর্যকান্ত মিশ্র tweet করেন।
গত বিধানসভা নির্বাচনে রাজস্থানে সরকার পরিবর্তন হয়। বিজেপির ভরাডুবি হয়। ক্ষমতায় আসে কংগ্রেস। দুটি কেন্দ্রে জয়ী হয় বামেরা। ভাদরায় বিজেপিকে পরাজিত করেন বলবন পুনিয়া, আর দুঙ্গরগড় থেকে জয়ী হন গিরধারী লাল মাহিয়া। এর আগে তিনটি কেন্দ্রে জয়ী হয়েছিল বামেরা।

श्री अशोक गहलोत
विषय- कोविड-19 महामारी से लड़ने में मुख्यमंत्री सहायता कोष में दान के समबन्ध में।
मुख्यमंत्री, राजस्थान सरकार, जयपुर।
महोदय,
बलवान पुनिया
सधन्यवाद
विधायक , भादरा
इस महामारी के खिलाफ लड़ने में
सभी कुछ न कुछ आपके सहायता कोष में दान कर रहे है। मैंने 13668 रू के किट खरीद कर भादरा CHC को भेंट की थी तथा आपके सहायता कोष में देने के लिए मेरे पास नगदी नहीं थी
[विधायक दलनेता, CPl(M)
परन्तु एक अंगुठी थी जो आपके सहायता कोष में देने की घोषणा करता हुँ।

Spread the word

Leave a Reply