PB Statement

Condemn Massacre by Israeli Army: Polit Bureau Statement

১ মার্চ, শুক্রবার,২০২৪

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:

পলিট ব্যুরো প্যালেস্তাইনের গাজা শহরে ইসরায়েলি সৈন্যদের গুলিতে ১১২ জন প্যালেস্তিনিয়র নিহত এবং আরও অনেকের আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানায়। এই নরসংহার গাজার ক্ষুধার্ত মানুষদের উপর সংঘটিত হয়েছে যারা ঐ এলাকায় উপস্থিত হওয়া ত্রাণবাহী ট্রাক থেকে খাবার সংগ্রহ করছিল। ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৩০,০০০ প্যালেস্তিনিয় নিহত হয়েছে।

এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ভারত সরকার এই গণহত্যার ঘটনায় মুখ বন্ধ করে রয়েছে।মোদি সরকারের গাজায় ঘটে চলা ইসরায়েলি যুদ্ধ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহীত অবস্থান অনুসরণ করা বন্ধ করা উচিত ।

সরকারের উচিত অবিলম্বে এবং স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল এবং আরব দেশগুলির মতো বৈশ্বিক দক্ষিণের দেশগুলির সাথে নিজেদের প্রচেষ্টার সমন্বয় সাধন করা।

Spread the word

Leave a Reply