পঞ্চায়েত নির্বাচনে খুন কমরেড মনসুর আলম…

২১ জুন,২০২৩ (বুধবার)

আজ বুধবার ভোর ৩.০৯ এ শিলিগুড়ির এক বেসরকারি নার্সিং হোমে আমাদের সকলের কমরেড মনসুর আলম শেষ নিঃস্বাস ত্যাগ করেন।

চোপড়ার গণতন্ত্র রক্ষার লড়াইয়ে শাসকদলের কাপুরুষোচিত অতর্কিত আক্রমণে কমরেড মনসুর তাঁর সর্বোচ্চ ত্যাগ করেছেন, শহিদের মৃত্যু বরণ করেছেন। মাত্র ২১ বছর বয়সে এই যুবকর্মীর মৃত্যুতে আমরা শোকাহত। বহু চেষ্টা বহু লড়াইয়ের পরেও তাঁকে বাঁচান গেল না। ইতিহাস সাক্ষী থাকবে চোপড়ায় ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনের রূপ দেয় শাসকদল ও প্রশাসন, ঠিক তখনই নিজের প্রাণের বিনিময়ে এই নৈরাজ্যের বিরুদ্ধে আঘাত হানেন কমরেড মনসুর। শহিদ কমরেড মনসুর আলমের পরিবার পরিজনের প্রতি অত্যন্ত সমবেদনা ও তাদের পাশে থাকার অঙ্গিকার জানায় সিপিআই(এম)।এলাকার সর্বস্তরের মানুষ ও পার্টিকর্মীদের শান্তিশৃঙ্খলা বজায় রাখার আবেদন জানাচ্ছি।চোপড়া সহ পশ্চিম বাংলার নৈরাজ্য ও গণতন্ত্র বিনষ্টকারীদের বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক পথে লড়াই জারি থাকবে, শহিদ কমরেড মনসুরের রক্তের কসম লড়াই আমাদের জিততেই হবে।

কমরেড মনসুর আলম অমর রহে

কমরেড মনসুর আলম লাল সেলাম….

Spread the word

Leave a Reply