PB Statement

Communal Violence in Bangladesh: Polit Bureau Statement

বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসার ঘটনা

তারিখঃ শনিবার, ১৬ অক্টোবর – ২০২১

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:

বাংলাদেশে দুর্গাপুজোর সময় সাম্প্রদায়িক হিংসা ও সংঘর্ষের বিষয়ে সিপিআই(এম)-এর পলিট ব্যুরো গুরুতর উদ্বেগ প্রকাশ করছে।

বাংলাদেশ সরকার সাম্প্রদায়িক হিংসা রোধে বাহিনী মোতায়েন করেছে এবং আশ্বাস দিয়েছে যে এই ঘটনায় দায়ী ব্যক্তিদের শাস্তি দিয়ে ন্যায়বিচার নিশ্চিত করা হবে। দেশব্যাপী অভিযানে কমপক্ষে চারজন পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন এবং বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন।

কয়েক শতাব্দী ধরেই নিজেদের ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে দুর্গাপূজাকে বাঙালি মানুষজন সম্প্রীতির উৎসব হিসাবে পালন করে এসেছেন। বাংলাদেশও বরাবর সেই ঐতিহ্যই পালন করে। সিপিআই(এম)-এর পলিট ব্যুরো প্রত্যাশা রাখছে সেই ঐতিহ্য বজায় থাকবে এবং আরও শক্তিশালী হবে।

ধর্মীয়-মৌলবাদী কার্যক্রমের ক্রমবর্ধমান ঘটনা আমাদের মহাদেশীয় অঞ্চলে অনেক দেশের জন্যই এক সাধারণ উদ্বেগের বিষয়। বাংলাদেশ সরকারকে অবশ্যই শান্তি, স্বাভাবিকতা ও প্রশান্তি ফিরিয়ে আনার জন্য যাবতীয় প্রচেষ্টা জারী রাখতে হবে।

Spread the word

Leave a Reply