CPIMCC

Central Committee Communique

তারিখ: ২৭ মার্চ, ২০২২

২৫ ও ২৬ মার্চ দিল্লিতে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) -র কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে নিম্নলিখিত বিবৃতি জারী করেছে:

অসহনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে

শেষ ছয় দিনে পাঁচবার পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। লিটার প্রতি এখন আরো ৩টাকা ৭৫ পয়সা বাড়তি দাম দিতে হচ্ছে। একইসাথে রান্নার গ্যাস সহ অন্যান্য পেট্রপণ্যের দামও বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যেই দ্রব্য মূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান বেকারী ও বুভুক্ষার  কারণে জনগণের জীবন জীবিকার উপরে ভয়ানক খরচের বোঝা চেপে বসেছে, এই পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে।

সিপিআই(এম)-র কেন্দ্রীয় কমিটি দাবি জানাচ্ছে যাতে অবিলম্বে মোদি সরকার কর বাবদ পেট্রপণ্যে বাড়তি সেস এবং সার চার্জ খারিজ করে জনগণকে স্বস্তি দেবার বন্দোবস্ত করে।

আগামী ২এপ্রিল সারা দেশের পার্টির সমস্ত ইউনিটকেই অসহনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় কমিটি।

কাশ্মীর ফাইলস সিনেমা প্রসঙ্গে

১৯৯০ এ কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসের ঘটনায় ধারাবাহিক প্রতিবাদ জানিয়ে এসেছে সিপিআই(এম)। ১৯৮৯ নাগাদ সিপিআই(এম) নেতা ইউসুফ তারিগামি নিজেই অন্যতম একজন যাদের উপরে এই হামলা চলেছিল। কাশ্মীরি পণ্ডিতদের আবেদনের প্রতি সংহতি এবং তাদের স্বার্থে কল্যাণকর পদক্ষেপ ও পুনর্বাসনের দাবী জানিয়ে এসেছে পার্টি।

কাশ্মীর ফাইলস সিনেমায় সেই ঘটনার অজুহাতে মানুষের মধ্যে সাম্প্রদায়িক বিভাজনকে বাড়িয়ে তোলার প্রচেষ্টা করা হয়েছে। এর ফলে জনমানসে ঘৃণা ও প্রতিহিংসার পরিবেশ তৈরি হচ্ছে। ভারতের ঐক্য, অখণ্ডতা ও জনহিতের বিপরীত মনোভাব বাড়িয়ে তোলা হচ্ছে। ইতিমধ্যে জনমানসে প্রভাব বিস্তার করা সাম্প্রদায়িক ভেদাভেদের মনোভাবের তীব্রতা এতে বৃদ্ধি পাবে।

কেন্দ্রীয় কমিটি আরেকবার উল্লেখ করছে সেই সময়কার সন্ত্রাসের বিরুদ্ধে যে লড়াই তা সকল ভারতীয়রই সংগ্রাম। সন্ত্রাসের রাজনীতি মোকাবিলার সংগ্রামে মানুষকে একজোট করতে হয়, জনগণের ঐক্য বিনষ্ট করে সেই কাজ করা যায় না।

পশ্চিমবঙ্গ: বেসরকারী কয়লাখনি প্রকল্প খারিজ করতে হবে

বীরভূমের দেউচা পাঁচামি-তে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সরকার স্থানীয় মানুষ (যাদের বেশিরভাগই হলেন আদিবাসী) উচ্ছেদ করে বেসরকারি উদ্যোগে খোলামুখ কয়লা খনির প্রকল্প ঘোষণা করেছে। ইতিপূর্বে কোল ইন্ডিয়া এই প্রকল্পকে অলাভজনক বলে চিহ্নিত করেছে। কর্মসংস্থান কিংবা স্থানীয় উন্নয়নের কোনো সুযোগই এহেন প্রকল্পে নেই, বরং পরিবেশ এবং বাস্তুতন্ত্রের উপরে এর ফলে নেতিবাচক প্রভাব পড়বে। রাজ্য সরকারের এহেন প্রকল্পের ঘোষনায় বিরাট অংশের মানুষই একযোগে বিরোধিতা জানিয়েছেন। গণতান্ত্রিক আন্দোলনের দাবি এই প্রকল্প খারিজ ঘোষণা করতে হবে।

বীরভূমে নৃশংস হত্যাকান্ডের বিরোধিতায়

বেআইনি বলি খাদান সহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে থাকার সুবাদে তৃণমূল কংগ্রেসের স্থানীয় সংগঠনের উপর থেকে নিচ অবধি মাফিয়াদের অবস্থান সুনিশ্চিত করেছে। রামপুরহাট ব্লকের বগটুই গ্রামে একাধিক ঘরবাড়ি পুড়িয়ে দিয়ে  মহিলা, শিশু সহ দশজনকে নৃশংস ভাবে খুন করা র ঘটনায় এই সত্য আরই স্পষ্ট হয়েছে। ঐ পঞ্চায়েত এলাকার স্থানীয় তৃণমূল নেতার খুন হওয়া এবং তারই প্রেক্ষিতে এই হত্যাকাণ্ডে তৃণমূল কংগ্রেসের জড়িত থাকার ঘটনায় পুলিশ সব জেনেও নিষ্ক্রিয় থেকেছে।

আনিস খান হত্যায় ন্যায়বিচারের দাবীতে

হাওড়া জেলার আমতা ব্লকের সারদা গ্রামে পুলিশের হাতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আনিস খানের খুনের ঘটনায় অবিলম্বে দোষীদের শাস্তি সহ ন্যায় বিচারের দাবি জানাচ্ছে কেন্দ্রীয় কমিটি। এই ঘটনার তীব্র নিন্দা করেছে সিপিআই(এম)।

সিপিআই(এম)-র ২৩ তম পার্টি কংগ্রেস

২৩ তম পার্টি কংগ্রেসের খসড়া রাজনৈতিক সাংগঠনিক প্রতিবেদন কেন্দ্রীয় কমিটির বৈঠকে গৃহীত হয়েছে। আগামী ৬-১০ এপ্রিল কেরালার কান্নুরে পার্টির ২৩ তম কংগ্রেস আয়োজিত হবে।

Spread the word

Leave a Reply