Ideology Series Introduction

Basics for Marxism-Leninism: The Introduction

প্রাককথন

কমিউনিস্ট পার্টির কাজে মতাদর্শ প্রসঙ্গে বুনিয়াদি বোঝাপড়াকে প্রতিনিয়ত স্পষ্ট, শানিত রাখতে হয়। কার্ল মার্কস, ফ্রেডরিক এঙ্গেলস, ভি আই লেনিনের বিভিন্ন রচনাবলী একাধিক ভারতীয় ভাষায় প্রকাশিত হলেও সেসবের ঐতিহাসিক প্রেক্ষিত, সংশ্লিষ্ট বিষয়সমূহের বিস্তৃতি ও গভীরতা, বইয়ের কলেবর ইত্যাদির কারণে একথা সত্য যে সকলের পক্ষে যাবতীয় বইপত্র যোগাড় করে একইমাত্রায় পড়াশোনায় কিছু বাস্তবিক সমস্যা রয়েছেই। সেই সমস্যাকে মাথায় রেখেই সিপিআই(এম)-র পলিট ব্যুরো সিদ্ধান্ত নেয় দেশজুড়ে কর্তব্যরত শাখা সম্পাদক, শাখা সদস্য এবং সহায়ক গ্রুপের মাধ্যমে (এজি) পার্টিতে যুক্ত হওয়া নতুন কমরেডদের জন্য একটি ন্যুনতম ও জরুরী পাঠ্যক্রম নির্ধারিত করা হবে।

১৯৬৯ সালে প্রকাশিত হয় মার্কসবাদ-লেনিনবাদের বুনিয়াদি পাঠের উদ্দেশ্যে নির্বাচিত রচনাসমুহ, ইংরেজিতে ‘সিলেকশনস ফর বেসিক রিডিং ইন মার্কসিজম-লেনিনিজম’। পলিট ব্যুরো-র তরফেই বইটি প্রকাশিত হয়েছিল।

২০২২ সালে বইটি আরও একবার প্রকাশের সিদ্ধান্ত হয়। নতুন করে প্রকাশের সময় বইয়ের ভুমিকা লেখেন পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

রাজ্য ওয়েবডেস্কের তরফে ধারাবাহিকরূপে সেই বইটিরই বাংলা অনুবাদ প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পলিট ব্যুরোর তরফে একটি নোট সহ বইতে দ্বন্দ্বমূলক–ঐতিহাসিক বস্তুবাদ, দ্বন্দ্বতত্ত্বের সুত্রসমুহ এবং রাষ্ট্র ও বিপ্লব তিনটি বিষয়ে মার্কস, এঙ্গেলস ও লেনিনের লেখা একাধিক প্রবন্ধ অথবা প্রবন্ধের অংশবিশেষ অন্তর্ভুক্ত হয়েছে।  

‘মতাদর্শ সিরিজ’ শিরোনামে ধারাবাহিক হিসাবে রাজ্য ওয়েবসাইটে সেইসব প্রবন্ধেরই বঙ্গানুবাদ প্রকাশিত হবে।

আন্তর্জাতিক লগ্নী পুঁজির দুনিয়াজোড়া প্রভাব, লুটেরার চেহারায় ধনতান্ত্রিক ব্যবস্থার নিজেকে তুলে ধরা আবার আমাদের দেশে কর্পোরেট-সাম্প্রদায়িক আঁতাতকে ভিত্তি করে কায়েম হওয়া শাসন এই প্রেক্ষিতে কমিউনিস্ট মতাদর্শ, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধকে আরও আরও শানিত ও সময়োপযোগী রাখা প্রত্যেক পার্টি কর্মীদের জন্য আবশ্যিক কাজ। এই সিরিজ প্রকাশ করার প্রকৃত উদ্দেশ্য সেই কাজে সহায়তা যোগানো।   

অনুবাদের ক্ষেত্রে আমাদের ভাবনার প্রধান দিকটি হল সময়োপযোগী ভাষার ব্যবহার। মূল বই হিসাবে ন্যশানাল বুক এজেন্সি থেকে ২০২২’সালের সংস্করণটিকেই আমরা ব্যবহার করছি।

প্রতি সপ্তাহের শুক্রবার।    

বইয়ের ভুমিকায় পার্টির সাধারণ সম্পাদক যা লিখেছেন তাকেই ‘মতাদর্শ প্রসঙ্গে পার্টির ভাবনা’ শিরোনামে আজ প্রকাশ করা হল।

সীতারাম ইয়েচুরি

১৯৬৯ সালে প্রকাশিত হয় ‘সিলেকশনস ফর বেসিক রিডিং ইন মার্কসিজম-লেনিনিজম’। সেই থেকে একের পর এক প্রজন্ম বইটিকে ‘গাইড বুক’ হিসাবে ব্যবহার করে নিজেদের পার্টি কর্মীরূপে গড়ে তুলেছে। আজকের প্রজন্মের পার্টি সদস্যদের আত্মপাঠের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই বইটি পুনঃপ্রপকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কসবাদ-লেনিনবাদের বুনিয়াদি বোঝাপড়া সম্পর্কে সুস্পষ্ট ধারনাকে স্বচ্ছ করতে এই বইতে অন্তর্ভুক্ত প্রবন্ধগুলি যথেষ্ট কার্যকরী, আগেও- আজও। মার্কস, এঙ্গেলস ও লেনিনের বিভিন্ন রচনা থেকে সংগৃহীত প্রবন্ধগুলিকেই এই একটি বইতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সহায়ক গ্রুপ (অক্সিলিয়ারি গ্রুপ বা এজি) সদস্য এবং বিশেষভাবে শাখা সম্পাদকদের কাজের ধারা মাথায় রেখেই বইটির বিষয়বস্তু নির্ধারিত হয়েছে। বইয়ের শেষে পরিশিষ্ট হিসাবে একটি তালিকাও দেওয়া রয়েছে। মার্কসবাদ-লেনিনবাদ সম্পর্কে বিস্তারিত পাঠের জন্য আগ্রহী কমরেডরা জরুরী যাবতীয় মৌলিক গ্রন্থাবলীর খোঁজ সেই তালিকায় পেয়ে যাবেন।

এই বইটি পাঠের পাশাপাশি আরও কিছুটা পড়াশোনা করা একান্তই জরুরী। পার্টি প্রকাশিত বিভিন্ন দলীলগুলি পড়া দরকার। এর অন্যতম হল পার্টি কর্মসূচি ও মতাদর্শগত অবস্থান প্রসঙ্গে গৃহীত প্রস্তাবসমুহ। ১৯৬৯ সালে প্রকাশিত বইটির যে ঐতিহাসিক পরিপ্রেক্ষিত ছিল আজকের সময়ে তার অনেক কিছুই বদলেছে, পরিস্থিতি নতুন চেহারা নিয়েছে। এই প্রসঙ্গে সময়োপযোগী পার্টি কর্মসূচি, কেন্দ্রীয় পার্টি স্কুলের তরফে প্রকাশিত নোটসমূহ পড়তে হবে। পার্টির চতুর্দশ কংগ্রেসে গৃহীত ‘অন সার্টেন ইডিওলজিক্যাল ইস্যুস’, ২০-তম কংগ্রেসে গৃহীত ‘রেজোল্যুশন অন সাম ইডিওলজিক্যাল ইস্যুস’ জানা, বোঝা দরকার। ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার একশো বছর উপলক্ষে পার্টির তরফে কিছু সুনির্দিষ্ট পর্যালোচনা (মার্কস@২০০ এবং এঙ্গেলস@২০০ ইংরেজি শিরোনামে) প্রকাশিত হয়েছিল, সেগুলিও চর্চায় রাখা উচিত। এইসকল পর্যালোচনার অনেকটাই পার্টির কেন্দ্রীয় ওয়েবসাইটে পাওয়া যাবে।

এই বইতে অন্তর্ভুক্ত প্রবন্ধসমূহ পাঠ করে কমরেডরা আরও বিস্তৃত পাঠের জন্য বিশেষভাবে উৎসাহবোধ করবেন বলেই পার্টি প্রত্যাশা করে। সংশ্লিষ্ট প্রবন্ধগুলির সম্পূর্ণ পাঠের জন্য জরুরী চর্চার মধ্যে দিয়েই তারা মার্কসবাদ-লেনিনবাদের ধ্রুপদী জ্ঞানতত্ত্বকে যথাযথরূপে আত্মস্থ করবেন।    

নয়া দিল্লী

সেপ্টেম্বর, ২০২২

Spread the word

Leave a Reply