LF Cover 24

Press Statement: Left Front WB

১৪ই অক্টোবর, ২০২৪

‘তিলোত্তমা’ খুনে দোষীদের শাস্তি এবং জুনিয়র ডাক্তারদের আন্দোলন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে বামফ্রন্টের খোলা চিঠি

মাননীয়া মুখ্যমন্ত্রী,

পশ্চিমবঙ্গ সরকার

মহাশয়া,

আর জি করে পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের নৃশংস ঘটনার পর থেকেই বিগত ২ মাসেরও বেশি সময় ধরে রাজ্যের সাধারণ মানুষ প্রতিবাদে সামিল হয়েছেন এবং প্রতিবাদে মুখর রয়েছেন। মিথ্যা মামলায় প্রতিবাদীদের জেলবন্দী করে আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টাও ব্যর্থ হয়েছে।

৯ই আগস্ট থেকে রাতদিন জুনিয়র ডাক্তাররা আন্দোলনে রাস্তায় রয়েছেন। সিনিয়র ডাক্তার সহ সাধারণ মানুষও তাঁদের পাশে আছেন।

গত ৫ই অক্টোবর থেকে ১০ দফা দাবিতে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন শুরু হয়েছে। অনশনকারী ডাক্তারদের কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে। মনে রাখতে হবে অনশনকারী জুনিয়র ডাক্তাররা জল ছাড়া অন্য কিছু খাচ্ছেন না। তিলোত্তমার পরিবার, অনশনকারী ডাক্তারদের পরিবার সহ রাজ্যের মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে দিন কাটাচ্ছেন। কিন্তু আপনি নির্বিকার।

এই পরিস্থিতিতে বামফ্রন্টের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে মানবিক দৃষ্টিভঙ্গী নিয়েই আপনাকে অনতিবিলম্বে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসতে হবে। জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবি এখনই সমাধান করতে হবে। ইতিমধ্যে বেসরকারী হাসপাতালের চিকিৎসকরাও জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সংহতি জ্ঞাপক কর্মসূচী নিয়েছেন। এইভাবে দিনের পর দিন ইচ্ছাকৃতভাবে নির্বিকার থেকে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ধবংসের পথে ঠেলে দেওয়া যাবে না। আশা করি, আপনি এখনই সদর্থক পদক্ষেপ গ্রহণ করবেন।

নমস্কারান্তে

বিমান বসু

সভাপতি

Spread the word

Leave a Reply