December 7, 2020 No comments বিজেপির কৃষি আইন – তৃণমূল কি সত্যিই বিরোধী ..? শমীক লাহিড়ী দিল্লিতে কৃষকরা ১০ দিন লাগাতার ধর্ণায় বসে মোদি সরকারের আনা একই আইনের বিরুদ্ধে বামফ্রন্টের আমলে কয়েক হাজার কৃষি সমবায় সংস্থা গড়ে উঠেছিলো, যেগুলো নিয়ন্ত্রণ করত স্থানীয় কৃষকরাই মমতা ব্যানার্জী ২০১৪ সালে তৃণমূলের সরকার কৃষি সংক্রান্ত একটা আইন পাশ করেছিল, সেই আইন অনুযায়ী কৃষকের কাছ থেকে ইচ্ছেমত দামে ফসল কিনতে পারবে তাই নয়, ক্রমশ সমগ্র কৃষি বাজারকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসার অধিকারও এই আইনে পেয়েছে। Spread the word