2nd Day of 26th State Conference

দ্বিতীয় দিনের অধিবেশনঃ

ওয়েবডেস্ক প্রতিবেদন-

সকালের অধিবেশন শুরু হয় গণসঙ্গীতের মাধ্যমে, কমরেডরা গানে-সুরে নিজেদের তরতাজা করে নেন, প্রস্তুতি সেরে নেন আলোচনার জন্য।

শিক্ষাক্ষেত্রে স্বৈরতন্ত্র বিরোধী প্রস্তাবের খসড়া উত্থাপন করেন অমিয় পাত্র, প্রস্তাবে সমর্থন জানান আনোয়ার উল হক।

সম্মেলন মঞ্চ থেকে উত্থাপিত হয় মোদী সরকারের কর্পোরেটমুখী স্বাস্থ্যনীতি বিরোধী প্রস্তাব। প্রস্তাবক ছিলেন পুলিন বিহারী বাস্কে, সমর্থন জানান কণীনিকা ঘোষ।

২৬ তম রাজ্য সম্মেলনে পেশ হওয়া খসড়া রাজনইতিক-সাংগঠনিক প্রতিবেদনের উপর আলোচনা শুরু হয়। পার্টি সংগঠন, পার্টি লাইন, আগামী দিনের লক্ষ্য ও কর্তব্য পালনে সাফল্য-ব্যর্থতা সহ গোটা রাজ্যের প্রতিটি প্রান্তে জনজীবনের দুঃখ–যাত্রা-সংগ্রামের কথা উঠে আসে প্রতিনিধীদের আলোচনায়।

মধ্যাহ্নের বিরতি শেষে পুনরায় গণসংগীতে অধিবেশনের কাজ শুরু হয়। কিশোর শিল্পী আরাত্রিকা সাহা ও সৌমিত দাসের গানে সবাই তাল মেলায়।

APL/BPL-দের অধিকার রক্ষার খসড়া প্রস্তাব উপস্থাপিত হয়। প্রস্তাব রাখেন কল্লোল মজুমদার এবং সমর্থন করেন তুষার ঘোষ।

তফশিলি জাতি-উপজাতিদের অধিকারের লড়াই প্রসঙ্গে খসড়া প্রস্তাব পেশ করেন মীনাক্ষী মুখার্জী, সমর্থন করেন সৈয়দ হোসেন।

মোদী সরকারের জনবিরোধী নীতি বিরোধী প্রস্তাব পেশ করেন অনাদি সাহু, সমর্থন করেন অমল হালদার।

জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল রিসার্চ এর পক্ষে সীমা বন্দ্যোপাধ্যায় ৫লক্ষ টাকার চেক তুলে দেন বিমান বসুর হাতে।

সভাপতিমণ্ডলীর পক্ষে বিমান বসু পার্টির পলিট ব্যুরো সদস্য প্রকাশ কারাতকে ২৬ তম সম্মেলনের মঞ্চে বক্তব্য পেশ করার আহ্বান জানান।

দেশের বর্তমান পরিস্থিতি, আমাদের কর্তব্য – বাধা পেরিয়ে সামনে এগোনোর কৌশল ও সংগঠনকে উপযোগী করে তোলা প্রসঙ্গে বক্তব্য পেশ করেন প্রকাশ কারাত।

Spread the word

Leave a Reply