রাজ্যে কেন্দ্রীয় ভাবে যুদ্ধ বিরোধী দিবস পালন ….

১৭টি বামপন্থী ও সহযোগী দলসমূহের পক্ষ থেকে মঙ্গলবার ১ঘন্টার জন্য প্রতীকী বিক্ষোভ করা হয় সাম্রাজ্যবাদ বিরোধী দিবসে, জওহরলাল নেহরু রোড, হো-চি-মিন মূর্তির পাদদেশ, কলকাতা। গতকাল দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত হবার জন্য , কর্মসূচির শুরুতে শোকবার্তা নেওয়া হয়। কর্মসূচির শেষে নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছর এই দিনে সাম্রাজ্যেবাদ বিরোধী মিছিল করে হলেও, এই বছর কোভিডি মহামারীর জন্য মিছিল স্থগিত রেখে, প্রতীকী প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে।
গোটা দেশে গণতন্ত্রের উপর হামলা হয়ে চলেছে নানা ভাবে। এই মহামারীর পরিবেশে সরকারের উদাসীনতা ও ব্যর্থতার ছবি আরো বেশি প্রকট হয়েছে। মানুষকে ধর্মের নামে নানাভাবে বিভ্রান্ত করা হচ্ছে অন্যদিকে দেশের অর্থনীতিতে ক্রমশ আগ্রাসন ঘটছে। সমগ্র পরিস্থিতি তে লড়াইয়ের মাত্রা আরো তীব্র করার ডাক দেওয়া হয়েছে। 5 patarimai, kaip pasirinkti tinkamus anglų kalbos kursus

Spread the word

Leave a Reply