Site icon CPI(M)

খেঁজুরির জনসভা…

কত কত কমরেডদের রক্তে রাঙা খেঁজুরি, শত শত ঘর ছাড়া কমরেডদের খেঁজুরি। তৃণমূলের অত্যাচারে জর্জরিত এই অঞ্চলের সাধারণ মানুষ। সাধারণ মানুষের উন্নয়ন শিকেয় তুলে দিয়ে শাসক দলের নেতা নেত্রীদের সম্পদ বৃদ্ধি। পরিবর্তনের সরকার এনে খেঁজুরির মানুষ আজ আক্রান্ত। দীর্ঘদিন পরে এই খেঁজুরির হেঁড়িয়ার মাঠে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পূর্ব-মেদিনীপুর জেলা কমিটির আহ্বানে জনসভা। কমরেডরা দিন রাত পরিশ্রম করে চলেছেন এই জনসভা কে সফল করার প্রত্যয় নিয়ে।
দেশের তীব্র অর্থনৈতিক সংকটকে আড়াল করতে দেশের সরকার যখন মেতে উঠেছে ধর্মীয় বিভাজনের রাজনীতিতে।জাতপাতের রাজনীতি করে মুছে দিতে চাইছে ভারতীয় পরিচয়,সেই সময় মানুষের মৌলিক চাহিদাগুলি কে সামনে রেখে এই সমাবেশ।
২০ শে জানুয়ারি ২০, সোমবার দুপুর ২ টার সময় হেঁড়িয়ার মাঠের সমাবেশে মূলতঃ চারটি মহামিছিল করে মানুষ আসবেন হেঁড়িয়ার মাঠে।
১.হেঁড়িয়া রেল গেট, ২.ঠাকুরনগর তেল পাম্প, ৩.হেঁড়িয়া উপস্বাস্থ্য কেন্দ্র, ৪.তল্লা বাস স্ট্যান্ড।
এই সমাবেশে প্ৰধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন পলিট ব্যুরো সদস্য ও বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।

Spread the word