এই দেশে তেই জন্ম যেন এই দেশেতে ই মরি!!!

১৪ ফেব্রঃ, ২০২০

“এই দেশে তেই জন্ম যেন এই দেশেতে ই মরি” ব্যানারে শুধু এইটাই লেখা। জন গণ মন র‍্যালি। CAA NPR NRC এর নামে দেশ ভাঙা যাবে না এই দাবিতেই মিছিল। সবার সামনে ঐশী ঘোষ। সেই ঐশী ঘোষ, JNUSU এর সভানেত্রী, বিজেপি এবিভিপির দাঙ্গাবাজদের আক্রমণে রক্তাক্ত ঐশী এখনো রাস্তায়। ফ্যাসিবাদীদের বিরুদ্ধে কোলকাতার রাজপথে SFI এর ডাকা এই মিছিল পরিণত হয় আক্ষরিক অর্থেই নাগরিক মিছিলে। উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআই(এম) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও অন্যান্য বাম নেতৃত্ব।
ঠিক ছিল কলেজ স্ট্রিটে কোলকাতা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শ্যামবাজার নেতাজি মূর্তি অবধি এই মিছিল শুরু হবে। কিন্তু শেষ মুহূর্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে সভার অনুমতি বাতিল করায় গেটের বাইরে সভা হয়। উপস্থিত ছিলেন SFI রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য , সভাপতি প্রতীকউর রহমান, সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস সহ অন্যান্য ছাত্র-যুব নেতৃত্ব ।

Spread the word

Leave a Reply