PB Statement

এমভিএ সরকারকে অস্থিতিশীল করার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান পলিট ব্যুরোর

বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিট ব্যুরো নিম্নোক্ত বিবৃতি জারি করেছে:

সিপিআই(এম) এর পলিট ব্যুরো শিবসেনার বিধায়কদের প্রথমে সুরাট ও পরে গুয়াহাটিতে,দুটিই বিজেপি শাসিত রাজ্যে অবস্থিত, গোপনে সরিয়ে নিয়ে যাওয়ার এই পদ্ধতির তীব্র নিন্দা করে।

উভয় রাজ্যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিজেপি এই কাজ করেছে। সরকারের স্থিতিশীলতা বিঘ্নিত করার লক্ষ্যে মহা বিকাশ আঘাদি সরকারের মন্ত্রী ও বিধায়কদের নিশানা করে কেন্দ্রীয় সংস্থাগুলিকেও ব্যবহার করা হয়েছে।

বিরোধী-শাসিত রাজ্য সরকারগুলি ফেলে দেওয়ার লক্ষ্যে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহারের এই নির্লজ্জ আচরণ বিজেপির অতীতের প্রচেষ্টাগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ।

গণতন্ত্রকে ক্ষুণ্ন করার জন্য রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের এই জঘন্য চেষ্টার বিরুদ্ধে পলিট ব্যুরো সমস্ত গণতান্ত্রিক শক্তির কাছে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছে।


শেয়ার করুন

উত্তর দিন