শেয়ার করুন
ঔরঙ্গাবাদে রেল দুর্ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদ
১০ মে ২০২০, রবিবার
মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের অসহায় ক্লান্ত ১৬ জন পরিযায়ী শ্রমিক রেলের চাকায় পিষ্ট হয়ে মারা যান।
ঔরঙ্গাবাদের জলনা থেকে দীর্ঘ ৪০ কিলোমিটার পথ হেঁটে করমাডে পৌঁছে ক্লান্ত অবসন্ন দেহগুলো এলিয়ে পড়েছিল রেল লাইনের উপর। তারা ভেবেছিল লকডাউন নিশ্চিত ট্রেন আসবে না। কিন্তু সে ঘুম ভাঙার আগেই মনমাডগামী মাল গাড়ির চাকায় পিষে গেলেন ১৬ জন পরিযায়ী শ্রমিক।
এই ঘটনার তীব্র প্রতিবাদে রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে সামাজিক দূরত্ব বজায় রেখে শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানায় সি পি আই এম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। নির্ধারিত সময় ৯ মে,২০২০ বিকেল ৫ - ৬ টা রাজ্যের প্রায় প্রতিটি থানা বা প্রশাসনিক দপ্তরের সামনে এই কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়। রাজ্যের প্রতিটি জেলায় এরিয়া কমিটি গুলির উদ্যোগে, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে ,মোমবাতি জ্বালিয়ে এই প্রতিবাদ কর্মসূচিতে শামিল হন জেলার কমরেডরা। একইসাথে মহারাষ্ট্রে ,উত্তরপ্রদেশ , কর্ণাটক ইত্যাদি রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের প্রতিবাদ ও এই কর্মসূচি তে নেওয়া হয়। দাবি জানানো হয় ,
১)রাজ্যের সমস্ত পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে হবে।
২)পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য রেলের ভাড়া কেন্দ্র ও রাজ্য সরকার কে বহন করতে হবে।
৩)মর্মান্তিক দুর্ঘটনায় মৃত পরিবার কে ক্ষতিপূরণ দিতে হবে।
৪)পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর পরে পরিবার পিছু ৩৫ কেজি করে খাদ্যশস্য দিতে হবে।
৫) আগামী অন্তত তিন মাস ৭৫০০ টাকা প্রতিমাসে পরিযায়ী শ্রমিকদের দিতে হবে।
পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর দাবিতে আগামী ১৪মে ২০২০ রাজ্য জুড়ে অবস্থান কর্মসূচি ডাক দিয়েছে সি পি আই এম।
"ঘরের ছেলে ঘরে ফেরাও" এই স্লোগান তুলে বিক্ষোভে শামিল হবেন শ্রমিক ,কৃষক, ক্ষেতমজুর, ছাত্র, যুব, মহিলারা।