Logo oF Communism

সিপিআই(এম) পলিট ব্যুরো'র প্রেস বিবৃতি

তারিখঃ ৭ অক্টোবর, ২০২০

হাতরাসে জঘন্য অপরাধের ঘটনা - বিচার চাই

সিপিআই(এম) এবং সিপিআই'র পক্ষ থেকে একটি যৌথ প্রতিনিধিদল হাতরাসে গণধর্ষণের ঘটনায় মৃত ১৯ বছরের মহিলার পরিবারের সাথে দেখা করে এবং এই জঘন্য ঘটনায় দোষীদের শাস্তি ও সুবিচারের দাবী জানায়।

উত্তরপ্রদেশের হাতরাস জেলায় ১৯ বছরের দলিত মহিলাকে গণধর্ষণ করা হয় এবং সেই ঘটনাক্রমে পরে হাসপাতালে তার মৃত্যু হয় - মৃতার পরিবারের সাথে দেখা করতে যায় সিপিআই(এম) এবং সিপিআই'র একটি যৌথ প্রতিনিধিদল। সেই দলে ছিলেন সিপিআই(এম)'র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, পলিট ব্যুরো সদস্য ব্রিন্দা কারাত এবং উত্তরপ্রদেশের রাজ্য সম্পাদক হীরালাল যাদব, ছিলেন সিপিআই'র সাধারণ সম্পাদক ডি রাজা, জাতীয় সম্পাদক অমরজিত কউর এবং উত্তরপ্রদেশ রাজ্য সম্পাদক ডঃ গিরীশ শর্মা।

যৌথ প্রতিনিধিদল মৃতার পরিবারের প্রতি সমবেদনা - সংহতি এবং সুবিচারের লড়াইতে তাদের পাশে থাকার অঙ্গীকার জানিয়েছে। যতদিন না এই জঘন্য অপরাধের ঘটনায় সঠিক বিচার পাওয়া যায় এবং দোষীদের কঠোর শাস্তি হয় ততদিন বামেরা পরিবারের সাথে থেকে এই লড়াই চালিয়ে যাবে।

সাম্প্রতিক কিছু ঘটনায় সিবিআই'র ভূমিকার কথা মাথায় রেখে ঐ যৌথ প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়েছে হাতরাসের ঘটনার তদন্তভার সিবিআই'কে দেওয়া হলেও এর ফলে নিশ্চিত সুবিচারের আশা করা কঠিন। তারা এই ঘটনায় আদালতের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবী করেছেন।
শেয়ার করুন

উত্তর দিন