খুবই দুঃখজনক যে সারাদেশে লকডাউনের পরিস্থিতিতে যাদের এখনই সাহায্যের প্রয়োজন সেই গরীব জনতার জন্য রিলিফ পৌঁছে দিতে এখনও অবধি কোন সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয় নি।
গান্ধিজি কবচধারীকে বলেছিলেন “ রাস্তায় ঘুরতে গিয়ে দেখতে পাওয়া সবচেয়ে দুঃস্থ এবং গরীব মানুষটার কথা ভাবো এবং নিজেকে প্রশ্ন করো যে পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছ তা সেই মানুষটার কোনো কাজে দেবে কি না” এই সরকার সেই কবচধারীর মতো কিছুই করে উঠতে পারেনি,না কথায় না কাজে।
সারা দেশে অন্তত ৪৫ কোটি এমন মানুষ রয়েছেন যারা দৈনিক আয়ের উপরে নির্ভরশীল। তাদের দুবেলা খেয়ে বেঁচে থাকাটুকু নিশ্চিত করতে কি ব্যাবস্থা নেওয়া হয়েছে? এরা অপুষ্টির কারনেই ভাইরাসের আক্রমনে সবচেয়ে বেশি আক্রান্ত হতে বাধ্য হবে। মানুষের জীবনের এতটুকুই মর্যাদা প্রাপ্য?
গরীব পরিযায়ী মানুষ এই আচমকা লকডাউনের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবেন।
খাবার এবং আশ্রয়ের তাড়নায় তাদের বেশিরভাগের ঘুরে বেড়ানো ছাড়া আর কোন উপায় নেই।
তারা কোথায় সুরক্ষিত আশ্রয় খুঁজে পাবেন?
টাকা-পয়সার অভাব, খাবারের সংকট এবং তার উপরে পুলিশের হেনস্থার কবলে পড়ে তারা কিভাবে বাঁচবেন ?