PB Statement

তৃণমূলের আমলে অবাধ নির্বাচন অসম্ভব

পশ্চিমবঙ্গে নির্বাচনী হিংসার ঘটনায় তীব্র নিন্দা পলিট ব্যুরোর

সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারী করেছেঃ

ব্যাপক আকারে হিংসা এবং ভোট প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছে পার্টির পলিট ব্যুরো।

২৭ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ১০৮টি পৌরসভার নির্বাচনকে যেভাবে প্রহসনে পরিণত করা হয়েছে তার তীব্র নিন্দা করছে সিপিআই(এম) এর পলিট ব্যুরো৷ এই ভোটে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য প্রশাসনের যোগসাজশে সিংহভাগ ভোটারই নিজেদের ভোট প্রয়োগের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন।

এই ভোটে কারচুপির মাত্রা এতটাই তীব্র যে রাজ্য নির্বাচন কমিশনের প্রতিনিধি অবধি পরিস্থিতি কমিশনের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে স্বীকার করেছেন। ব্যাপক হিংসা এবং ভয় দেখানোর সাথেই পোলিং এজেন্ট এবং প্রার্থীদের যেরকম নির্দয়ভাবে লাঞ্ছিত করা হয়েছে তা গণমাধ্যমগুলিতে ব্যাপকভাবে ফুটে উঠেছে। একথা স্পষ্ট হয়ে গেছে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে এবং যখন রাজ্য পুলিশ সম্পূর্ণরুপে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, সেই অবস্থায় কোনও অবাধ ও সুষ্ঠু নির্বাচন অসম্ভব।

তৃণমূল কংগ্রেসের নির্লজ্জ এবং আগ্রাসী আক্রমনের সম্মুখে দাঁড়িয়ে কিছু জায়গায় প্রতিরোধ গড়ে তোলার জন্য দলের প্রার্থী, কর্মীবৃন্দ এবং গনতন্ত্রপ্রেমী নাগরিকদের অভিনন্দন জানাচ্ছে সিপিআই(এম)।

সারা দেশে গনতন্ত্রপ্রেমী জনসাধারণকে এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হতে এবং তৃণমূল কংগ্রেস সরকারের স্বৈরাচারী আক্রমণের বিরুদ্ধে যারা গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য সংগ্রাম করছে তাদের প্রতি সংহতি ও সমর্থন জানানোর আবেদন করছে পলিট ব্যুরো।


শেয়ার করুন

উত্তর দিন