PB Statement

কমরেড সুনিত চোপড়ার স্মৃতিতে পলিট ব্যুরোর বিবৃতি

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর পলিট ব্যুরো কমরেড সুনীত চোপড়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। তিনি মেট্রোতে গুরগাঁও থেকে দিল্লি যাওয়ার সময় অসুস্থ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ তার বয়স হয়েছিল ৮১ বছর।

সুনীত চোপড়া জেএনইউ-তে ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন এবং এসএফআই-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হয়েছিলেন। তিনি ১৯৭২ সালে পার্টিতে যোগ দেন।

সুনীত যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের  অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

তিনি ক্ষেতমজুর আন্দোলনের একজন নিবেদিত ক্যাডার হয়ে ওঠেন এবং ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলে ক্ষেতমজুরদের সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি দীর্ঘদিন অল ইন্ডিয়া এগ্রিকালচারাল ওয়ার্কার্স ইউনিয়নের যুগ্ম সম্পাদক ছিলেন।

সুনীত চোপড়া ১৯৯৫ সালে পঞ্চদশ পার্টি কংগ্রেসে সিপিআই(এম) এর কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হন এবং ২০১৫ পর্যন্ত সেই পদে ছিলেন।

সুনীত চোপড়া একজন প্রাজ্ঞ ও সুপাঠক এবং শিল্প সম্পর্কে জ্ঞানের অধিকারী ছিলেন এবং একজন বিশিষ্ট শিল্প সমালোচক হয়ে ওঠেন।

তার মৃত্যুতে পার্টি একজন প্রতিজ্ঞাবদ্ধ মার্ক্সবাদীকে হারালো। পলিট ব্যুরো তার পরিবারের সকল সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানায়।


শেয়ার করুন

উত্তর দিন