PB Statement

কমরেড মদন ঘোষের মৃত্যুতে পলিট ব্যুরোর বিবৃতি

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরোর বিবৃতি:

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর পলিট ব্যুরো পার্টির কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য মদন ঘোষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। আজ সকালে পশ্চিমবঙ্গের বর্ধমান শহরে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮১ বছর।

মদন ঘোষ ১৯৫৯ সালে অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য হন। ১৯৬০ এবং ৭০-এর দশকে, যখন আধা-ফ্যাসিবাদী শক্তিগুলি রাজ্য শাসন করছিল, তিনি সক্রিয়ভাবে পার্টির সপক্ষে জনগণকে সংগঠিত করেছিলেন, এমনকি আড়াই বছর আত্মগোপনে থাকার সময়ও এই কাজ তিনি করে গেছিলেন।

তিনি ১৯৯২ সালে সিপিআই (এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য এবং ২০০২ সালে রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য হিসাবে নির্বাচিত হন। ২০০৮ সালে কোয়েম্বাটোরে অনুষ্ঠিত ১৯ তম পার্টি কংগ্রেসের সময়, তিনি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন।

মদন ঘোষ কৃষক আন্দোলনের একজন নেতা ছিলেন এবং পশ্চিমবঙ্গ কৃষক সভার রাজ্য সভাপতি এবং AIKS-এর সহ-সভাপতি হিসাবে সারা দেশে আন্দোলন ছড়িয়ে দিতে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তিনি কিছুদিন বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

তিনি ছিলেন একজন দায়বদ্ধ মার্কসবাদী-লেনিনবাদী। তিনি তার নম্র ব্যবহার এবং  মাটির মানুষ সুলভ ব্যক্তিত্বের জন্য পরিচিত ছিলেন।

পলিট ব্যুরো তাঁর স্ত্রী এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানায়।


শেয়ার করুন

উত্তর দিন