Site icon CPI(M)

Coal Shortage: Modi Govt Responsible

PB Statement

কয়লার যোগানে ঘাটতি: মোদী সরকারের দায়

তারিখঃ ১২ অক্টোবর, ২০২১

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:

কয়লার ঘাটতি সংকট: মোদী সরকার নিজেদের দায়িত্ব পালন করুক

দেশে বিদ্যুৎ উৎপাদনে ব্যাপক ঘাটতি চলছে। এই অবস্থায় মোদী সরকার নিজেদের ভূমিকা অস্বীকার করতে চায়। বর্তমানে রাজস্থান, ঝাড়খণ্ড, বিহার এবং পাঞ্জাবে লম্বা সময় যাবত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে, অন্যদিকে মহারাষ্ট্র, কেরালা এবং দিল্লিসহ আরও অনেক রাজ্য আসন্ন ব্ল্যাকআউটের অপেক্ষায় দিন গুনছে। সিইএ (৬ অক্টোবরের রিপোর্ট) জানিয়েছে, এই মুহূর্তে ১৬টি বিদ্যুৎকেন্দ্র যাদের উৎপাদন ক্ষমতা ১৬৮৮০ মেগাওয়াট তাদের কাছে একদিনেরও কয়লা মজুত নেই। ৯৭৮১৯ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আরও ৭৬টি স্টেশনে চার দিনেরও কম সময় চলার মত কয়লা মজুত রয়েছে। আন্তর্জাতিক বাজারে কয়লার দাম প্রতি টন ৬০ ডলার থেকে বেড়ে ১৮০-২০০ ডলার হওয়ার ফলে সমস্যা আরও বেড়ে গেছে। যেমন মুন্দ্রাতে টাটাদের তাপবিদ্যুত কেন্দ্র রয়েছে, আমদানিকৃত কয়লার উপরেই তারা উৎপাদন চালায়, তারা কারখানা বন্ধ রাখতে চলেছে।

দেশের চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত কয়লা যোগানের ক্ষমতা আমাদের খনিগুলির রয়েছে। বিদ্যুৎ কেন্দ্রগুলিতে মজুত কয়লা না থাকার সমস্যার কারন হল যথাযথ পরিকল্পনার অভাব এবং দায়িত্ব পালনে অযোগ্যতারই একটি উদাহরণ। মোদী সরকার বিদ্যুৎ ও কয়লা মন্ত্রকের মধ্যে সমন্বয় সাধনের বুনিয়াদি কাজে ব্যর্থ এবং এখন সেই ব্যর্থতার জন্য কোল ইন্ডিয়াকে তারা বলির পাঁঠা বানাতে চাইছে। আজকের ভারত দেশের কেন্দ্রীয় মন্ত্রকগুলির মধ্যে সমন্বয় ও পরিকল্পনার মতো সহজ বিষয় পরিচালনা করতেও মোদী সরকারের অক্ষমতার মূল্য দিচ্ছে।

সিপিআই(এম)-এর পলিট ব্যুরো দাবি করে যে মোদি সরকার তার দায়িত্ব পালন করুক এবং অবিলম্বে কয়লার যোগানে সংকটের সমাধান করবে।

শেয়ার করুন